সস্তার দিন শেষ! বন্ধ হয়ে যাচ্ছে মুকেশ আম্বানির জিও সিনেমা, মাথায় হাত গ্রাহকদের

বাংলা হান্ট ডেস্ক : দিওয়ালির আগেই সামনে এলো বড়সড়ো আপডেট। জানা আছে এবার বন্ধ হয়ে যাবে মুকেশ আম্বানির (Mukesh Ambani) রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম জিও সিনেমা। এবার এই ওটিটি প্লাটফর্ম নিয়ে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে আম্বানির (Mukesh Ambani) রিলায়েন্স জিও’র মূল সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।

বন্ধ হয়ে যাবে মুকেশ আম্বানির (Mukesh Ambani) জিও সিনেমা

কিছুদিন আগেই জিও সিনেমায় বিনামূল্যে আইপিএল দেখানোর কথা ঘোষণা তাক লাগিয়ে দিয়েছিল এই সংস্থা। আর এবার জানা যাচ্ছে, পাকাপাকিভাবে মুকেশ আম্বানির (Mukesh Ambani) জিও সিনেমা বন্ধ হয়ে যেতে চলেছে। আসলে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সাথে মার্কিন সংস্থা ডিজনি প্লাস হটস্টারের চুক্তি এখন প্রায় চূড়ান্ত। এখন শুধু আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়ার অপেক্ষা।

আর এই চুক্তি সম্পন্ন হয়ে গেলেই ডিজনি প্লাস হটস্টারের সাথে মিলিয়ে দেওয়া হবে জিও সিনেমাকে। ইকোনমিক টাইমসের টাইমস সূত্রের খবর আগামী দিনে চুক্তি সম্পন্ন হওয়ার পর দুটো আলাদা ওটিটি  প্ল্যাটফর্ম চালানোর পরিবর্তে একটাই ওটিটি প্ল্যাটফর্ম চালানোর সিদ্ধান্ত নিতে পারেন মুকেশ আম্বানি। কারণ আগামী দিনে ডিসিপ্লাস হটস্টার এর মালিকানা চলে আসবে রিলায়েন্সের হাতে।

তাই  আগামী দিনে ডিজনি  প্লাস হটস্টারের সাথে জিও সিনেমা মিশে যাওয়ার ফলে আলাদা করে আর কোন জিও সিনেমা বলে ওটিটি প্লাটফর্ম থাকবে না। তাছাড়া আগেও এমন পদক্ষেপ নিয়েছেন মুকেশ আম্বানি। আগে ভায়াকম ১৮-এর  নিজস্ব ওটিটি প্লাটফর্ম ছিল ভুট। যা পরে জিও সিনেমার সঙ্গে মিশিয়ে দিয়েছিলেন মুকেশ আম্বানি।

আরও পড়ুন : ভুয়ো রেশন কার্ড রুখতে কড়াকড়ির পথে সরকার! খাদ্য দফতরের এক পদক্ষেপে তোলপাড়

প্রসঙ্গত এতদিন ডিজনি প্লাস হটস্টারের মালিকানা ছিল ওয়াল্ট ডিজ়নি স্টার ইন্ডিয়ার হাতে। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ৮৫০ কোটি ডলারের বিনিময়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং স্টার ইন্ডিয়ার মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুযায়ী স্টার এবং ভায়াকম ১৮ একসাথে মিশে যায়। যার ফলে প্রায় ১০০টি চ্যানেল এবং ২টি জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম এক ছাতার তলায় চলে আসে।

io

প্রসঙ্গত ডিজ়নি+ হটস্টারের সঙ্গে জিও সিনেমা একত্রিত করার অন্যতম একটি কারণ হল গ্রাহক সংখ্যা বৃদ্ধি করা। এই মুহূর্তে গুগল প্লে স্টোরের তথ্য অনুযায়ী ৫০ কোটিরও বেশি মানুষ ডিজ়নি+ হটস্টারের ডাউনলোড করেছেন। অন্যদিকে  বর্তমানে জিও সিনেমা ডাউনলোড করেছেন মাত্র ১০ কোটি মানুষ। শুধু তাই নয়, ডিজনি + হটস্টারের পেইড সাবস্ক্রাইবারের সংখ্যা ৩.৫৫ কোটি।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর