‘আমাকে বদনাম করার চেষ্টা চলছে’, অবশেষে ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন মুকেশ খান্না

বাংলাহান্ট ডেস্ক: মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব‍্যের জন‍্য সম্প্রতি চরম সমালোচনার মুখে পড়েছেন বর্ষীয়ান অভিনেতা মুকেশ খান্না (mukesh khanna)। মহিলারা বাইরে কাজ করতে বেরোলে বা পুরুষদের সমকক্ষ হতে চাইলেই #MeToo হয়। এমনটাই মন্তব‍্য করেছিলেন অভিনেতা।

এবার সোশ‍্যাল মিডিয়ায় তুমুল নিন্দা সমালোচনার মুখে পড়ে ফের সরব হয়েছেন মুকেশ খান্না। তাঁর দাবি, তাঁর বক্তব‍্যকে ভুল ভাবে পেশ করা হচ্ছে। ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে মুকেশ খান্না লেখেন, ‘আমি মহিলাদের কাজ করার বিপক্ষে নই। আমা্য সাক্ষাৎকারের কিছু অংশ ছড়িয়ে দিয়ে আমাকে বদনাম করার চেষ্টা চলছে। যেভাবে দেখানো হচ্ছে ওই অর্থে আমি কথা গুলো বলিনি। পুরো সাক্ষাৎকারটা দেখলেই সেটা বুঝতে পারবেন।’

IMG 20201031 210754
অভিনেতার কথায়, ‘যে ভাবে আমির বক্তব‍্য ভুল ভাবে তুলে ধরা হয়েছে তাতে আমি হতবাক হয়ে গিয়েছি। বলা হচ্ছে আমি মহিলা বিরোধী। অথচ মহিলাদের জন‍্য যে সম্মান আমার আছে তা খুব কম লোকের থাকে। প্রত‍্যেকটা ধর্ষণ মামলার বিরুদ্ধে বলেছি আমি। মহিলাদের নিরাপত্তা নিয়ে আমি চিন্তিত।’

https://www.instagram.com/p/CHAtJA4JSE6/?igshid=17v28ffcaxly8

প্রসঙ্গত, সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় সোশ‍্যাল মিডিয়ায়। সেখানে এক সাক্ষাৎকারে মুকেশ খান্নাকে বলতে শোনা যায়, ‘পুরুষ আলাদা হয়, মহিলা আলাদা হয়। মহিলাদের কাজ ঘর সামলানো, ঘরের কাজ করা। এই #MeToo তখন শুরু হয়েছিল যখন মহিলারাও কাজ করা শুরু করেন। পুরুষের সঙ্গে সমকক্ষ হয়ে তারা চলতে চায়। কিন্তু সেটা সম্ভব নয়। এতে সবথেকে বেশি সমস‍্যায় পড়ে বাড়ির শিশুরা যারা মায়ের যত্ন পায় না।’

অভিনেতার এই ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড় উঠেছে নেটদুনিয়ায়। এমন মন্তব‍্য ও মনোভাবের জন‍্য অভিনেতাকে কড়া ভাষায় সমালোচনা করছে নেটজনতা। একজন লিখেছেন, পুরোনো দিনের ধ‍্যান ধারনা পুষে রাখলে এমনটাই হবে।

আবার আরেকজন লিখেছেন, ওনার মতে মহিলারা কাজের জন‍্য বাইরে বেরোলে পুরুষরা তাদের উপর যৌন নির্যাতন চালাতে পারে। উনি অসুস্থ। লজ্জা হওয়া উচিত। আবার আরেকজন কটাক্ষ করে লিখেছেন, উনি সম্ভবত কোনো উপযুক্ত মহিলাও পাননি।


Niranjana Nag

সম্পর্কিত খবর