‘শক্তিমান একজনই, আর সেটা আমি’, রণবীর নন, সিনেমাতেও ব্যাটন ধরবেন মুকেশ-ই?

বাংলাহান্ট ডেস্ক : ভারতের প্রথম সুপারহিরো কে ছিলেন? এই প্রশ্নের উত্তরে অনেকেই এক কথায় নাম নেবেন ‘শক্তিমান’ (Shaktimaan) এর। নব্বইয়ের দশকের দর্শকদের কাছে শক্তিমানের ক্রেজই ছিল আলাদা। এখনো হলিউডি সুপারহিরোদের ভিড়ে এই ভারতীয় সুপারহিরোর জনপ্রিয়তা তুঙ্গে। উপরন্তু শোনা যাচ্ছে, খুব শীঘ্রই শক্তিমানকে (Shaktimaan) নিয়ে তৈরি হতে চলেছে ছবিও। তবে সেখানে মুখ্য চরিত্রে কাকে দেখা যাবে তা নিয়ে অব্যাহত জল্পনা।

শক্তিমান (Shaktimaan) নিয়ে জল্পনা অব্যাহত

বেশ অনেকদিন আগেই জানা গিয়েছে, শক্তিমানকে (Shaktimaan) নিয়ে তৈরি হতে চলেছে সিনেমা। তাও আবার বেশ বড় বাজেট নিয়ে হলিউডি ধাঁচে। কিন্তু বড়পর্দায় কে হবেন শক্তিমান (Shaktimaan), তা নিয়ে প্রথম থেকেই চলছে জল্পনা কল্পনা। টেলিভিশনে শক্তিমানের ভূমিকায় দেখা গিয়েছিল মুকেশ খান্নাকে। কিন্তু তাঁরও বয়স বেড়েছে। সিনেমায় অভিনয় করা সম্ভব নয় তাঁর পক্ষে। তবুও শক্তিমানের (Shaktimaan) তকমা অন্য কারোর হাতে যেতে দিতে যেন নারাজ মুকেশ।

Mukesh khanna talks about shaktimaan

রণবীরকে কটাক্ষ মুকেশের: সম্প্রতি এ বিষয়ে কথা বলার জন্য সাংবাদিক সম্মেলনের আয়োজনও করেন মুকেশ খান্না। এই বয়সে এসেও শক্তিমানের (Shaktimaan) পোশাকে দেখা যায় তাঁকে। বড়পর্দায় শক্তিমান হিসেবে রণবীর সিং এর নাম নিয়ে চর্চা চলছে। এ প্রসঙ্গে তিনি চাঁচাছোলা ভাষাতেই বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আমি এখানে রয়েছি, অন্য কেউ শক্তিমান কীভাবে হবে! শক্তিমান একজনই, আর সেটা আমি। রণবীরের থেকে আমি ভালো অভিনেতা, এমন দাবি করছি না। কিন্তু শক্তিমানের পোশাক পরলেই কেউ শক্তিমান হয়ে যাবে না’।

আরো পড়ুন : হাড্ডাহাড্ডি লড়াই, খেলা ঘোরে টাই ব্রেকারে, এই প্রশ্নের উত্তরে ঐশ্বর্যকে হারিয়ে মিস ইন্ডিয়া হন সুস্মিতা

শক্তিমানের চরিত্রে আসছেন নতুন অভিনেতা: তবে মুকেশ এও বলেন, তাঁর মতে এই চরিত্রে নতুন কোনো অভিনেতাকে দেখতে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে শক্তিমানের (Shaktimaan) সঙ্গে তাঁর সংযোগ চিরকাল অটুট থাকবে। রণবীরের বিষয়ে মুকেশ জানান, অভিনেতা নাকি তাঁর অফিসে তিন ঘন্টা অপেক্ষা করেছিলেন। তিনি বলেননি, রণবীর নিজে থেকেই নাকি এসেছিলেন।

আরো পড়ুন : ‘চিরকাল খারাপ ছেলে ছিলাম, আমার জন্য মা কখনো ভালো থাকেনি’, হঠাৎ কী হল অরিজিতের?

রণবীরের প্রশংসা করে মুকেশ বলেন, তিনি একজন ব্যতিক্রমী অভিনেতা। প্রচুর প্রাণশক্তি তাঁর। যদিও শক্তিমান চরিত্রে কাকে দেখা যাবে, সেই সিদ্ধান্ত পুরোপুরি তিনিই নেবেন। তবে মুকেশের কথায়, কোনো তারকা নয়। শক্তিমান চরিত্রের জন্য এমন অভিনেতা দরকার যাঁর মানানসই শারীরিক গঠন এবং চেহারা রয়েছে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর