2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কতগুলি আসন পাবে তা আগাম জানালেন মুকুল রায়

সপ্তদশ লোকসভা নির্বাচনের সময় থেকেই রাজ্যে ভালো ফলের আস্থা রেখেছিল বিজেপি। কিন্তু ফলাফলের আশার থেকেও অনেকাংশে বেশি হওয়ায় এবার বিধানসভা নির্বাচনে পুরো রাজ্যটাই দখলে আনতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। গত বছর একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 42-এ 42 দখলের জন্য চ্যালেঞ্জ নিয়েছিলেন, ঠিক তখনই মুকুল রায় লোকসভা ভোটে তৃণমূল অর্ধেকও আসন পাবে না বলে জানিয়েছিলেন মুকুল রায়। তা কিছুটা হলেও সত্যিই হয়েছে। এবার 2021 এর বিধানসভা নির্বাচনের জন্য আগামী ভবিষ্যদ্বানী করলেন বিজেপি নেতা মুকুল রায়। এবার তৃণমূলের বিধানসভায় আসন নিয়ে সংখ্যা প্রকাশ করলেন তিনি। তাঁর মতে বিধানসভা নির্বাচনে তৃণমূল 30টি বেশি আসন পাবে না।সম্প্রতি সাংগঠনিক বৈঠক সেরে বেরোনোর পর এমনটাই জানালেন তিনি।

দেড় বছর আগে দল ভাঙার প্রতিশ্রুতি নিয়েই দল ছেড়েছিলেন। সেইমতো বঙ্গ থেকে ইতিমধ্যেই অনেকে মুকুল রায়ের হাত ধরে গেরুয়া বাহিনীর পতাকা হাতে তুলে নিয়েছে। একসময় মমতার সেনাপতি আজ তাঁর বিরুদ্ধে 180 ডিগ্রি ঘুরে দাঁড়িয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি 294টি আসন পাবে বলে মন্তব্য করেন। পাশাপাশি, তৃণমূলের কপালে 30টি আসন জুটবে কি না সেই নিয়েও সংশয় প্রকাশ করেন।তবে এখানেই থেমে থাকেননি। তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগে মুকুলের মন্তব্য এবারে নাকি তৃণমূলের এতটাই বিপর্যয় হবে যে প্রধান বিরোধী দলেও মর্যাদা পাবে না।

এমনিতেই বিজেপির রাজ্য সভাপতি চ্যালেঞ্জ করে বিধানসভায় 294টি আসন দখলের কথা জানিয়েছিলেন। এবার সেই পথে হেঁটে মুকুল রায় 2021 এর নির্বাচনে আকাশছোঁয়া আসনের সম্ভাবনায় প্রহর গুণছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একহাত নিয়ে মুকুলের বক্তব্য, এবার রাজ্যে পরিবর্তণ আসবে বিজেপির হাত ধরে। তিনি বিষয়টি প্রতিটি পরতে পরতে উবলব্ধি করছেন বলেও জানান।

সম্পর্কিত খবর