বাংলা হান্ট ডেস্ক : নারদা কাণ্ডে ইতিমধ্যেই গত সপ্তাহে গ্রেফতার হয়েছেন এস এম এইচ মির্জা, আট বার জেরা করার পর বৃহস্পতিবার প্রাক্তন আইপিএস অফিসারকে গ্রেফতার করে সিবিআই এর পর নারদা কাণ্ডে উঠে আসে মুকুল রায়ের নাম৷ ইতিমধ্যেই মুকুল ও মির্জাকে মুখোমুখি বসিয়ে জেরা করেছে সিবিআই আধিকারিকরা৷ যদিও তিনি প্রথম থেকেই নারদা কাণ্ডে টাকা নিতে তাঁকে দেখা যায়নি এমনটাই দাবি করেছেন তবে এবার সেই নারদা কাণ্ড নিয়ে বোমা ফাটালেন মুকুল রায়৷
তিনি একা নন নারদা কাণ্ডের সঙ্গে আরও অনেক প্রভাবশালী ব্যক্তি জড়িয়ে আছে বলে জানালেন তিনি৷ শুধু কথা বলাই নয় সেই প্রভাবশালী ব্যক্তিদের নামও উল্লেখ করেন তিনি৷ আর এই প্রসঙ্গেই উঠে আসে প্রাক্তন মেয়র মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের নাম৷ এমনকি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জিও জানান তিনি৷ নারদ কাণ্ড প্রসঙ্গে বলতে গিয়ে তৃণমূলের শুভেন্দু অধিকারী ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখোপাধ্যায়ের নাম করেন মুকুল রায়৷
পাশাপাশি এসব মানুষদের কেন নিরাপত্তা দেওয়া হচ্ছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধে এই প্রশ্নই ছুড়ে দেন মুকুল রায়৷ এমনকি তাঁর কাজের চাপে সিবিআইয়ের মুখোমুখি হতে পারছেন না বলে জানিয়েছেন মুকুল৷ তাই সিবিআইয়ের কাছ থেকে সময় চেয়েছেন৷ যদিও এই প্রথমবার নয় নারদা কাণ্ড নিয়ে এর আগে মুখ খুলে মুকুল রায় তাঁর বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র চলছে বলেও জানান তিনি৷ তবে এ বার মুকুল রায়ের তৃণমূলের প্রভাবশালীদের নাম উল্লেখ করায় তৃণমূলের দলীয় অন্দরে অস্বস্তি সৃষ্টি হয়েছে৷