বাংলাহান্ট ডেস্ক : সিরিয়ালের (Serial) জনপ্রিয়তা পাল্লা দিয়ে বেড়ে চলেছে। ছোটপর্দায় দর্শকদের কমতি নেই। আর তাদের চাহিদার কথা মাথায় রেখে একের পর নতুন গল্প নিয়ে আসছেন সিরিয়াল (Serial) নির্মাতারা। তার মধ্যে অনেক প্রোজেক্টেই প্রথম বারের জন্য জুটি বাঁধছেন অনেকেই। এবার আসছে আরও এক নতুন ধারাবাহিক, যেখানে দেখা যাবে একেবারে ফ্রেশ জুটি।
আসছে আরও এক নতুন সিরিয়াল(Serial)
টেলিপাড়ায় জোর গুঞ্জন, আবারও একটি নতুন ধারাবাহিক (Serial) আসতে চলেছে। জানা যাচ্ছে, বাংলা টকিজের প্রযোজনায় আসতে চলেছে এই নতুন সিরিয়াল। আর এই ধারাবাহিকের হাত ধরেই এক জুটিও পেতে চলেছেন দর্শকরা। সূত্রের খবর মানলে, এই সিরিয়ালের (Serial) জন্য নায়ক হওয়ার প্রস্তাব গিয়েছে অভিনেতা রাহুল গঙ্গোপাধ্যায়ের কাছে।
কারা হবেন নায়ক নায়িকা: এর আগে ‘গীতা এলএলবি’ সিরিয়ালে (Serial) খলনায়কের ভূমিকায় দর্শকদের মন জয় করেছিলেন তিনি। তবে এবার সটান নায়কের চরিত্র পেয়েছেন রাহুল। সবকিছু ঠিকঠাক থাকলে খলনায়ক থেকে নায়ক হয়ে উঠবেন রাহুল। কিন্তু তাঁর বিপরীতে নায়িকা হিসেবে কে থাকছেন?
আরও পড়ুন : ট্রেনের মুখোমুখি সংঘর্ষ এড়াতে স্বয়ংক্রিয় ব্রেক, ভারতীয় রেলের যুগান্তকারী উদ্যোগ ‘কবচ ৪.০’
লম্বা বিরতি নিয়ে ফিরছেন নায়িকা: নায়িকা কে হবে এ নিয়ে জল্পনার শেষ নেই। একাধিক সম্ভাব্য নাম উঠে এসেছে নায়িকাকে নিয়ে। অবশেষে খবর পাওয়া যাচ্ছে, অভিনেত্রী সুদীপ্তা রায়কে দেখা যেতে পারে রাহুলের নায়িকা হিসেবে। শেষবার ফেরারি মন সিরিয়ালে দর্শকদের মন জয় করেছিল তাঁর অভিনয়।
আরও পড়ুন : ছোটপর্দা থেকেই শুরু কেরিয়ার, বড়পর্দা কাঁপিয়ে ফের সিরিয়ালে ফিরছেন নায়িকা!
গুঞ্জন বলছে, পারিবারিক গল্প উঠে আসবে সিরিয়ালটিতে। থাকছেন সুমন বন্দ্যোপাধ্যায় এবং আয়ুষ দাসও। খুব শীঘ্রই প্রোমো শুটও হতে চলেছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, সব ঠিকঠাক থাকলে পুজোর আগেই শুরু হয়ে যাবে নতুন মেগা।