বাংলা হান্ট ডেস্ক : হাওড়া (Howrah) ডিভিশনের নিত্যযাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী দু মাস ধরে চলবে রক্ষণাবেক্ষণের কাজ। মূলত হাওড়া-বর্ধমান কর্ড লাইনের বালিতে এবং হাওড়া-বর্ধমান মেন সেকশনে রেল ব্রিজের রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে। সেই কারণেই বন্ধ থাকবে একাধিক ট্রেন (Train)। একাধিক ট্রেনের যাত্রাপথও বদলে দেওয়া হবে বলে খবর।
ইতিমধ্যেই যাত্রীদের সতর্ক করেছে পূর্ব রেল (Eastern Railway)। রেল তার বিবৃতিতে জানিয়েছে, আগামী ১৫ এপ্রিল থেকে ২২ জুন, প্রতিদিন ১৫০ মিনিট ধরে ট্র্যাফিক ও পাওয়ার ব্লক থাকবে। যার জেরে বন্ধ থাকবে একাধিক লাইনের রেল চলাচল। চলুন দেখে নিন কোন কোন ট্রেন বন্ধ থাকবে আগামি দু’মাস? এবং কোন কোন ট্রেনের রুট বদল করবে পূর্ব রেল।
আরও পড়ুন :২৫ কোটি জলে, অনুশীলনেও এলেন না স্টার্ক! KKR-র একাদশে তিন বদলের সম্ভাবনা
সূত্রের খবর, আগামি দুই মাসে অন্য পথে ঘোরানো হবে কুম্ভ এক্সপ্রেসকে। সূত্রের খবর, ১২৩৭০ দেহরাদুন-হাওড়া কুম্ভ এক্সপ্রেসকে ব্যান্ডেল দিয়ে ঘুরিয়ে বর্ধমানে নিয়ে যাওয়া হবে। এছাড়াও তালিকায় রয়েছে উপাসনা এক্সপ্রেস। ব্যান্ডেল দিয়ে ঘোরানো হবে ১২৩২৮ দেহরাদুন-হাওড়া উপাসনা এক্সপ্রেসকে।
আরও পড়ুন: MI-এর পাশাপাশি বড় ধাক্কা টিম ইন্ডিয়াতেও! চোটের কারণে বাদ খোদ অধিনায়ক
এছাড়াও ১৫২৭২ মুজফ্ফর-হাওড়া জনসাধারণ এক্সপ্রেসও ব্যান্ডেল পথে ঘুরে যাবে। ডানকুনি হয়ে ঘুরে যাবে ০৩০৫১ হাওড়া-বর্ধমান মেমু। এই ট্রেন দুটি ছাড়াও সময় বদলাতে পারে ১৩০৩০ মোকামা-হাওড়া এক্সপ্রেস এবং ১৩০২৪ গয়া-হাওড়া এক্সপ্রেসের। নিজস্ব রুটে চললেও একটি ৭৫ ও একটি ১৫ মিনিট পরে চলবে বলে খবর।