৪, ৪, ৪, ৪! মহিলা IPL-এর প্রথম ম্যাচেই ঝোড়ো অর্ধশতরান হরমনপ্রীতের, রানের পাহাড়ে মুম্বাই ইন্ডিয়ান্স

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ থেকে আরম্ভ হয়েছে মহিলা আইপিএল (WPL)। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়ার বেথ মুনির নেতৃত্বাধীন গুজরাট জায়ান্টস (Gujrat Giants) এবং ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। ইতিমধ্যে প্রতিবেদনটি লেখার সময় দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। ক্রিকেট প্রেমীরাও একদম শুরু থেকেই উপভোগ করতে শুরু করে দিয়েছেন এই প্রতিযোগিতার আনন্দ।

আজ টসে জিতে প্রথমে ব্যাটিং করতে হয়েছিল হরমনপ্রীত কৌরের মুম্বাইকে। কিন্তু গুজরাট জায়ান্টসদের পরিকল্পনাহীন বোলিং এবং দুর্বল ফিল্ডিংকে কাজে লাগিয়ে রানের পাহাড় গড়ে তারা। ব্যাট হাতে ইয়াস্তিকা ভাটিয়া হতাশ করলেও হেইলি ম্যাথিউস (৪৭) দুর্দান্ত একটি ইনিংস খেলে মুম্বাইকে ভালো স্টার্ট দেন। তাকে যোগ্য সঙ্গত দিচ্ছিলেন ন্যাট স্কাইভার (২৩)। তারা আউট হওয়ার পর আক্রমণের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন হরমনপ্রীত নিজে।

harmanpreet vs gujrat

অসাধারণ ব্যাটিং করেন ভারত এবং মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক। ছবির মত কভার ড্রাইভ, দুর্দান্ত সুইপ, বোলারকে বোকা বানানো ইনসাইড আউট সবরকম শটই বেরিয়ে এসেছিল তার অস্ত্রাগার থেকে। মাত্র ২২ বলে নিজের অর্ধশতরান সম্পূর্ণ করেন মুম্বাই অধিনায়ক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন শুরু করলেন আজ তিনি।

অ্যামেলিয়া ক্যারের সাথে ৮৯ রানের একটি পার্টনারশিপ করেন তিনি। ৩০ বলে ৬৫ রানের একটি অসাধারণ ইনিংস খেলে ড্রেসিংরুমে ফেরেন তিনি নিজের জাতীয় দলের সতীর্থ স্নেহ রানার বলে আউট হয়ে।হরমনপ্রীত আউট হওয়ার পর রান এগিয়ে নেওয়ার দায়িত্ব নেন অ্যামেলিয়া (৪৫*) ও পূজা ভাস্ত্রেকর (১৫) আগ্রাসী ব্যাটিং করে মুম্বাই ইন্ডিয়ান্সকে তারা পৌঁছে দেন ২০৭ রানের স্কোরে।

অত্যন্ত জঘন্য বোলিং করেছেন গুজরাটের বোলাররা, বিশেষ করে মানসি জোশি। স্নেহ রানা ২ উইকেট নিলেও ৪৩ রান দিয়েছেন ৪ ওভারে। ১ টি করে উইকেট পেয়েছেন অজি তারকা অ্যাশলে গার্ডনার এবং জর্জিয়া ওয়ারিহ্যাম।


Reetabrata Deb

সম্পর্কিত খবর