ইসাবেলার হ্যাটট্রিকে ভর করে UP-কে উড়িয়ে দিয়ে WPL ফাইনালে হরমনপ্রীতের মুম্বাই ইন্ডিয়ান্স

বাংলা হান্ট নিউজ ডেস্ক: একপেশে এলিমিনেটরে ইউপি ওয়ারিয়র্সকে (UPW) উড়িয়ে দিয়ে মহিলা প্রিমিয়ার লিগের (WPL) ফাইনালে পৌঁছে গেলো মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। টুর্নামেন্টে দুর্দান্ত শুরু করেও শেষদিকে কয়েকটা ম্যাচ হেরে সরাসরি ফাইনালের জন্য যোগ্যতাঅর্জনের সুযোগ হারিয়েছিলেন হরমনপ্রীতরা। যেটুকু আশঙ্কার মেঘ তৈরি হয়েছিল সেটা অবশ্য আজ ইউপিকে হারিয়ে কাটিয়ে দিয়েছে তারা।

আজ টসে জিতে ইউপি ওয়ারিয়র্স অধিনায়ক অ্যালিসা হিলি প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ধীর গতিতে শুরু করেছিলেন দুই ওপেনার ইয়াস্তিকা ভাটিয়া (২১) এবং হিলি ম্যাথিউস (২৬)। কিন্তু কেউই বড় ইনিংস খেলতে পারেননি। সাধারণত বড় ম্যাচে জ্বলে ওঠা অধিনায়ক হরমনপ্রীত কৌরও (১৪) আজ ব্যর্থ।

তবে মুম্বাইয়ের ইনিংসকে গতি প্রদান করেন ন্যাতালিয়া স্কেভিয়ার ব্রান্ট। তাকে যোগ্য সঙ্গত দেন অ্যামিলিয়া কর। ১৯ বলে ৫ টি চারের সাহায্যে ২৯ রান করেন। কিন্তু স্কেভিয়ার ব্রান্ট ব্যাট হাতে তান্ডব নৃত্য করেন। ৩৮ বলে ৯ টি চার ও ২ টি ছক্কা সহ ৭২ রান করেন তিনি। শেষদিকে পূজা ভাস্ত্রকার ৪ বলে ১১ রান করে ২০ ওভারে মুম্বাইয়ের স্কোর ১৮২ অবধি নিয়ে যান। ইউপির হয়ে ২টি উইকেট নেন সোফি একেলস্টোন।

রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওভার থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ইউপি। কিরান ন্যাভিগ্রা ২৭ বলে ৪৩ রান করেন। কিন্তু তাকে কেউই সঙ্গ দিতে পারেননি। মুম্বাইয়ের হয়ে মহিলা প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম হ্যাটট্রিক করে ৪ উইকেট নেন ইংল্যান্ডের বোলার ইসাবেলা অং। ২ উইকেট নেন বাংলার তারকা বোলার সাইকা ঈশাক। রাজেশ্বরী গায়কোয়াড ও শ্বেতা শেরাওয়াতের উইকেট নেন তিনি। ১১০ রানে অলআউট হয়ে ৭২ রানের ব্যবধানে হারেন দীপ্তি শর্মারা।

ফাইনালে মেগ ল্যানিংয়ের দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে হরমনপ্রীতরা। তারা গ্রুপ পর্বের শেষ দিকে অসাধারন ছন্দে ছিল। তুই দলের মুখোমুখি সাক্ষাতে এখনো অবধি উভয় দলই একটি করে জয় পেয়েছে। ফাইনালে কোনপক্ষ বাজি মারে সেটা দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।


Reetabrata Deb

সম্পর্কিত খবর