স্বচ্ছতার অনন্য নজীর গড়ল ইন্দোর, নর্দমায় হল আধিকারিকদের বৈঠক! সেখানে খাবারও খেলেন সবাই

বাংলা হান্ট ডেস্কঃ ইন্দোর যেভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে এগিয়ে চলেছে সেটার আঁচ পাওয়া গেল, যখন পৌর কর্পোরেশন কমিশনার একটি অদ্ভুত সভার আয়োজন করে সবাইকে অবাক করা দিলেন। কমিশনার প্রতিভা পাল আধিকারিক বৈঠক কোনও দফতরে না করে পঞ্চকুয়া নামে খ্যাত একটি বড় নর্দমায় করেন। সেখানে বৈঠক করে প্রতিভা পাল ইন্দোরের স্বচ্ছতার সমীক্ষা করেন। বৈঠকে প্রতিটি জোনের নিয়ন্ত্রণকর্তা, স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে পরিস্কার পরিচ্ছন্নতা নিয়ে আলোচনা করা হয়।

BAITHAK 2

আধিকারিকদের নির্দেশ দেওয়া হয় যে, মেইন রোডে যেন কোনও প্রকারের আবর্জনা আর মাটি না থাকে। এক নিয়ন্ত্রণকর্তা যখন বলেন, ওনার এলাকার কয়েকটি দোকানের সামনে পড়ুয়াদের দ্বারা খাবার খাওয়ার পর নোংরা ছড়ানো হচ্ছে, তখন কমিশনার প্রতিভা পাল ওই দোকানদারদের বিরুদ্ধে চালান কাটার নিদান দেন।

INDORE BAITHAK

প্রতিভা পাল এও বলেন যে মেইন রোড, ফুটপাথ, আর রাস্তার ধারে যেন কোনও মাটির স্তুপ অথবা আবর্জনা না জোর হয়। যদি এরকম কিছু হয়, তাহলে সেটি যেন তৎক্ষণাৎ পরিস্কার করে দেওয়া হয় এবং জল দিয়ে রাস্তা ধুয়েও দেওয়া হয়। এছাড়াও সাফাই কর্মিদের রোজ বিকেলে বাজার এলাকা গুলোকে পরিস্কার করার নির্দেশ জারি করেন তিনি।

NASHTA 2

বড় নর্দমার মধ্যে আধিকারিকদের বৈঠক করতে দেখে স্থানীয়রা সেখানে ভিড় জমানো শুরু করে দেয়। এরপর আধিকারিকদের শহর পরিচ্ছন্নতার অভিযান চালানোর উদ্যোগ দেখে স্থানীয়রা হাততালি দিয়ে ওনাদের সন্মান জানান। বলে রাখি, ভারতের সবথেকে স্বচ্ছ সুন্দর শহরের তালিকায় পরপর তিনবার মধ্যপ্রদেশের ইন্দোর শহরের নাম উঠে এসেছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর