নিয়োগ দুর্নীতিতে উঠে এল ‘বড়বাবু’র নাম! কে এই ব্যক্তি? ফাঁস হতেই তোলপাড় বাংলা!

বাংলা হান্ট ডেস্কঃ পুর নিয়োগ মামলা (Municipality Recruitment Scam) নিয়ে দীর্ঘদিন ধরে সরগরম রাজ্য। এই মামলার অন্যতম অভিযুক্ত অয়ন শীল। এবার তাঁর সম্বন্ধেই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল সিবিআই। অয়নের জন্য আত্মঘাতী হয়েছিলেন তাঁরই এক কর্মী, চার্জশিটে এমনটাই দাবি করেছে কেন্দ্রীয় এজেন্সি। অয়নের সংস্থার আর এক কর্মচারীকে জেরা করে ‘বড়বাবু’র নাম উঠে এসেছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

নিয়োগ দুর্নীতি মামলায় (Municipality Recruitment Scam) উঠে এল ‘বড়বাবু’র নাম!

সম্প্রতি পুর নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট জমা দিয়েছে সিবিআই (CBI)। সেখানে তারা জানিয়েছে, পূর্ণেন্দু চক্রবর্তী নামে অয়নের সংস্থার এক কর্মীকে জিজ্ঞাসাবাদ করে ‘বড়বাবু’র কথা জানা যায়। পূর্ণেন্দু তদন্তকারীদের জানান, ২০১৮ সাল নাগাদ অয়নের জন্য ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছিলেন। পুর নিয়োগের ক্ষেত্রে তিনি ‘মিডলম্যান’ হিসেবে কাজ করতেন। চাকরিপ্রার্থী জোগাড় থেকে শুরু করে তাঁদের থেকে টাকা তোলা এবং তাঁদের চাকরির বন্দোবস্ত করে দেওয়া, সবটাই দেখভাল করতেন ‘বড়বাবু’।

   

পূর্ণেন্দু জানান, ঘনিষ্ঠমহলে ‘বড়বাবু’ নামে পরিচিত ওই ব্যক্তির আসল নাম শ্রীকুমার চট্টোপাধ্যায়। তিনি চাকরিপ্রার্থীদের থেকে টাকা তুলে অয়নের (Ayan Sil) হাতে তুলে দিতেন। পূর্ণেন্দু জানান, এই কাজ করতে করতেই অবসাদগ্রস্ত হয়ে আত্মহননের পথ বেছে নেন তিনি। ২০১৮ সালে ১২ অক্টোবর মৃত্যু হয় ‘বড়বাবু’।

আরও পড়ুনঃ ‘ফেল’ করেও চাকরি পেলেন সবাই! চার্জশিটে ‘পাঁচুর কীর্তি’ ফাঁস করল CBI, তোলপাড় বাংলা!

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানতে পেরেছে, পুরসভায় চাকরির কথা বলে যে সকল চাকরিপ্রার্থীদের থেকে শ্রীকুমার টাকা তুলেছিলেন, তাঁদের মধ্যে কয়েকজন চাকরি না পাওয়ায় টাকা ফেরত চাইতে শুরু করেন। অভিযোগ, সেই সময় টাকা ফেরত দিতে অস্বীকার করেন অয়ন। সম্পূর্ণ ঘটনায় অবসাদগ্রস্ত হয়ে পড়েন শ্রীকুমার। এরপর আত্মহত্যার পথ বেছে নেন তিনি।

CBI Central Bureau of Investigation Municipality recruitment scam

সুইসাইড নোটে অয়নের নাম উল্লেখ করে ‘বড়বাবু’ লিখে যান, তাঁর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন। এমনকি অয়নের হাত থেকে বাঁচাতে নিজের ছেলেকেও হত্যা করবেন বলে লিখে গিয়েছলেন তিনি। এদিকে সিবিআই দাবি জানিয়েছে, পুরসভায় নিয়োগ (Municipality Recruitment Scam) পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করতেন অয়ন নিজে। বেশ কিছু বইপত্র ঘেঁটে প্রশ্ন বানাতেন তিনি। এই কাজে তাঁর সহায়তা করতেন পার্থ নামের একজন যুবক।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর