বাংলা হান্ট ডেস্কঃ পুজোর আগেই ধামাকা। সিবিআই এর অ্যাকশনে রবিবাসরীও সকালে তোলপাড় রাজ্য-রাজনীতি। পুর নিয়োগ দুর্নীতি মামলায় এক জোটে কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) ও তৃণমূল বিধায়ক মদন মিত্রের (Madan Mitra) বাড়িতে হানা দিয়েছে সিবিআই (CBI)। সাতসকাল থেকে চলছে তল্লাশি। পাশাপাশি রাজ্যের একাধিক পুর আধিকারিকদের বাড়িতেও চলছে টানা তল্লাশি। তালিকায় রয়েছে একাধিক পুরসভার চেয়ারম্যান এবং প্রাক্তন চেয়ারম্যানের বাড়ি।
সূত্রের খবর এদিন দমদম পুরসভার (Dum Dum Municipality) চেয়ারম্যান হরিন্দর সিংয়ের বাড়িতেও সকাল থেকে সিবিআই তল্লাশি চলে। সূত্রের খবর দুপুর তিনটে নাগাদ হরিন্দর সিংকে তার বাড়ি থেকে সিবিআইয়ের গাড়িতে করে পৌরসভায় নিয়ে যাওয়া হয়।
এর আগে পুর নিয়োগ দুর্নীতি মামলায় উত্তর দমদম এবং দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতেও তল্লাশি চালিয়েছে আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টররেট। এদিন টাকি পুরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়ের বাড়িতেও পৌঁছে যায় সিবিআই এর দল।
পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এদিন উত্তর ২৪ পরগনার দুই পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতেও তদন্তকারীরা হানা দেয়। কাঁচরাপাড়া পৌরসভার প্রাক্তন পুরপ্রধান সুধাময় রায়ের বাড়িতে পৌঁছয় সিবিআই। পাশাপাশি হালিশহর পৌরসভার প্রাক্তন পৌর প্রধান অংশুমান রায়ের বাড়িতে সিবিআই টানা তল্লাশি চালাচ্ছে।
এদিন সকালে কামারহাটির বিধায়ক মদন মিত্রের বাড়িতে হানা দেয় সিবিআই এর বিশাল টিম। প্রায় ৫ ঘন্টা তল্লাশির পর বেরিয়ে যান তদন্তকারীরা। তবে এখনও মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে তল্লাশি জারি রয়েছে। এককথায় চিরুনি তল্লাশি চলছে।