স্ত্রী লিপ্ত একাধিক পরকীয়ায়, বউয়ের প্রেমিকদের ছবি বুকে নিয়ে ঝুলে গেলেন স্বামী

বাংলাহান্ট ডেস্ক : বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে প্রাণ গেল যুবকের। স্ত্রীয়ের দুই প্রেমিকের ছবি বুকে লাগিয়ে গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন এক যুবক। মুর্শিদাবাদের ভগবানগোলার এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গেছে, নিহত যুবকের নাম সেলিম শেখ। গ্রামবাসীরা জানাচ্ছেন, সেলিম ও তার স্ত্রীয়ের দাম্পত্য জীবন প্রায় ১০ বছরের। কিন্তু সেলিমের দাবি ছিল স্ত্রীর একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক আছে। এই নিয়ে বারবার দুঃখ প্রকাশ করতেন বন্ধু ও আত্মীয় মহলে। এমনকি স্ত্রীকে বারবার অনুরোধ করেন এই সব সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য। কিন্তু স্ত্রী তার কথায় আমল দেয়নি।

এরপর দুঃখ ও হতাশায় স্ত্রী এর দুই প্রেমিকের ছবি বুকে আটকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার পথ বেছে নেন ভগবানগোলা থানার হাবশপুর খাসমহল এলাকার যুবক সেলিম। যদিও সেলিমের বাড়ির লোকের অভিযোগ সেলিমকে খুন করা হয়েছে। সেলিমের স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তারা। ঘটনার তদন্তে নেমে সেলিমের স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রামবাসীদের সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, সাম্প্রতিককাল সেলিমের স্ত্রীর রাজেশ শেখ ও হাকির শেখ নামে দুই যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। এই বিষয় একাধিকবার স্ত্রীকে সচেতনও করেন সেলিম। কিন্তু স্ত্রী কোনরকম কথাই শুনতে চাননি। এরপর বুধবার আমবাগানের কাছ থেকে উদ্ধার করা হয় সেলিম শেখের ঝুলন্ত মৃতদেহ।

মৃত সেলিম শেখের দাদা বাচ্চু শেখ জানিয়েছে, “ভাই আর ভাইয়ের বউয়ের ১০ বছরের বিবাহের সম্পর্ক। একটি নয় বছরের পুত্র সন্তান আছে তাদের। কিন্তু গত পাঁচ বছর ধরে নানা রকম বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে ভাইয়ের স্ত্রী। বারবার সাবধান করা হলেও সে কথা শোনেনি। তাই এরকম পরিণতি”।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর