বাংলাহান্ট ডেস্ক : এসএসসি নিয়োগ (SSC Scam) কাণ্ডে ব্যাপক দুর্নীতি। দীর্ঘ আইনি লড়াইয়ের পর সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মীরা। তারপর থেকেই ঝড় উঠেছে রাজ্য রাজনীতিতে। আদালতের রায়ে চাকরির গিয়েছেই, উপরন্তু নানা ভাবে হেনস্থাও হতে হয়েছে চাকরিহারা (SSC Scam) শিক্ষক শিক্ষিকাদের। এমনকি তাঁদের হয়ে গান বেঁধেও ঘরছাড়া হয়েছেন ভাওয়াইয়া শিল্পী মণীন্দ্র বর্মন।
চাকরিহারাদের (SSC Scam) নিয়ে গান বেঁধে বিপদে শিল্পী
শীতলকুচি বিধানসভার নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের পানিগ্রাম এলাকার বাসিন্দা মণীন্দ্র বর্মন। প্রতিবাদী শিল্পী হিসেবে সমগ্র উত্তরবঙ্গ জুড়ে নাম রয়েছে তাঁর। গানের মাধ্যমেই নিজের প্রতিবাদী ভাষা তুলে ধরেছেন তিনি। এর আগেও বর্তমান সমাজব্যবস্থা নিয়ে বেশ কয়েকটি গান লিখেছেন মণীন্দ্র বর্মন।
প্রতিটি গানই জনপ্রিয় হয়েছে তাঁর: সোশ্যাল মিডিয়ায় নিয়মিত গান পোস্ট করে থাকেন মণীন্দ্র বর্মন। ফেসবুকে ‘উত্তরের মণীন্দ্র’ নামে একটি পেজে নিয়মিত গান পোস্ট করা হয় তাঁর। শিল্পী হিসেবে যথেষ্ট জনপ্রিয় তিনি। তাঁর প্রতিটি গানেই রয়েছে মিলিয়ন ভিউজ। প্রতিটি গানই প্রচুর জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু গণ্ডগোল বাঁধে চাকরিহারাদের (SSC Scam) নিয়ে গান বাঁধায়। নিজের গানে নাম না করে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তিনি।
আরো পড়ুন : ‘বাজিগর শুটিংয়ের সময়েই…’, বাস্তবেই সম্পর্কে জড়ানোর কথা ভেবেছিলেন শাহরুখ-কাজল?
গান লিখে রোষের মুখে শিল্পী: নাম না করেই গানে রাজ্য সরকারকে কটাক্ষ করেন শিল্পী। একটি গানের লাইনে তিনি লিখেছেন, ‘ও পিসি যা খুশি তাই করছ চুরি, রাজ্যটা তোর বাপের নাকি।’ এই গানটি ভাইরাল হতেই বড়সড় বিপাকে পড়েছেন মণীন্দ্র বর্মন। গানটি ভাইরাল হতেই তাঁর বাড়িতে চড়াও হয় পুলিশ। মাথাভাঙ্গা থানা থেকে পুলিশ এসে তাঁর বাড়িতে শাসিয়ে দিয়ে যায়। মণীন্দ্র সে সময় ছিলেন না বাড়িতে। তাঁর বাবা নারায়ণ চন্দ্র বর্মন জানান, পুলিশ এসে শাসিয়ে দিয়ে গিয়েছে বাড়িতে। সোশ্যাল মিডিয়া থেকে চাকরিহারাদের (SSC Scam) নিয়ে গাওয়া গানটি ডিলিট করতে বলা হয়েছে।
আরো পড়ুন : শ্রমিক দিবসেই ‘মেগা মিটিং’! জটিলতা সরিয়ে কাটবে পরিচালক-ফেডারেশন দ্বন্দ্ব?
থানায় তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে বলে খবর। এদিকে জানা গিয়েছে, পুলিশ খোঁজ করতেই গা ঢাকা দিয়েছেন মণীন্দ্র। তাঁর অভিযোগ, প্রতিবাদী কণ্ঠ থামাতেই পুলিশ দিয়ে হেনস্থা করা হচ্ছে। তবে মাথাভাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার অবশ্য বলেন, এ ব্যাপারে কিছুই জানেন না তিনি। কোন পুলিশ শিল্পীর বাড়িতে গিয়েছিল তার খোঁজ নেবেন তিনি। যদি আইনত কোনো অপরাধ তিনি না করে থাকেন, তাহলে নির্ভয়ে থাকতে পারেন নিজের বাড়িতে।