কি এমন হল? শতচ্ছিন্ন পোশাক পরে বস্তিতে দিন কাটাতে হচ্ছে ইলন মাস্ক-মুকেশ আম্বানি-বিল গেটসদের

বাংলা হান্ট ডেস্ক: বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরদের মধ্যে তাঁদের নাম আসে একদম প্রথমসারিতে। এমনকি, হাজার হাজার কোটি টাকাও কিছুই নয় তাঁদের কাছে। আর সেই কারণেই তো তাঁরা সমগ্ৰ বিশ্বেই পরিচিত। কিন্তু, হঠাৎ এমন কি ঘটল যে ইলন মাস্ক (Elon Musk), মুকেশ আম্বানি (Mukesh Ambani) এবং বিল গেটস (Bill Gates) সহ আরও অন্যান্য কোটিপতিদের শতচ্ছিন্ন পোশাক পরে বস্তিতে কোনোমতে দিন গুজরান করতে হচ্ছে?

হ্যাঁ, প্রথমে বিষয়টি শুনে অবিশ্বাস্য মনে হলেও সম্প্রতি সামনে আসা কয়েকটি ছবিতে রীতিমতো এই চিত্রই ফুটে উঠেছে। শুধু তাই নয়, বিশ্বের শ্রেষ্ঠ সব ধনকুবেরদের এহেন অবস্থা দেখে চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছে সকলের। মূলত, Artificial Intelligence-এর মাধ্যমে তাবড় তাবড় ধনকুবেররা যদি “নুন আনতে পান্তা ফুরনো”-র মত অবস্থায় থাকতেন তাহলে তাঁদের দেখতে কেমন হত সেই ছবি সকলের সামনে তুলে ধরেছেন শিল্পী গোকুল পিল্লাই।

তিনি বিশ্বের একাধিক পরিচিত মুখকেই চরম দারিদ্রের মধ্যে এনে ফেলেছেন। যাঁদের মধ্যে রয়েছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বিল গেটস, মার্ক জুকেরবার্গ, ওয়ারেন বাফে, মুকেশ আম্বানি, জেফ বেজোস এবং ইলন মাস্কের মত ব্যক্তিত্বরা।

ইতিমধ্যেই এই ছবিগুলি সোশ্যাল মিডিয়া মারফত সামনে এনেছেন শিল্পী গোকুল পিল্লাই। যেগুলি তুমুল ভাইরাল হতে শুরু করেছে। এমনকি, সেগুলির প্রসঙ্গ উঠে এসেছে খবরের শিরোনামেও। এদিকে, নিজের শিল্পকর্ম সবার কাছে তুলে ধরে একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করেছেন গোকুল। পোস্টের ক্যাপশনে অস্কারজয়ী ছবির উল্লেখ করে তিনি লেখেন, “স্লামডগ মিলিয়নেয়ার্স। তালিকা থেকে কেউ বাদ পড়লেন কি?”

 

View this post on Instagram

 

A post shared by Gokul Pillai (@withgokul)

মূলত, ওই ছবিগুলিতে প্রভাবশালী ব্যক্তিদের নিতান্তই সাদামাটা ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। যাঁদের চোখে মুখে দারিদ্রের ছাপ স্পষ্ট। এমনকি, জৌলুসের লেশমাত্র নেই ছবিগুলিতে। বরং, তাঁদের শতচ্ছিন্ন পোশাকে লেগে রয়েছে ময়লা। এমতাবস্থায়, এই ছবিগুলি প্রত্যক্ষ করে নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটাগরিকরা।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর