রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেওয়ায় ফতোয়া! পাল্টা পাকিস্তানে চলে যাওয়ার নিদান ইমামের

বাংলাহান্ট ডেস্ক : সাধারণত ফতোয়া জারি করে থাকেন ইমামেরা। ইতিহাস পাল্টে এবার ইমামের বিরুদ্ধেই জারি হল ফতোয়া। হয়ত এমনটা ইতিহাসে এই প্রথমবার।  ‘অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনে’র প্রধান, ইমাম ড. উমর আহমেদ ইলিয়াসীর বিরুদ্ধে জারি হয়েছে এই ফতোয়া। গত ২২ শে জানুয়ারি অযোধ্যার (Ayodhya) রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি।

এটাই হল তাঁর ‘অপরাধ।’ ইমাম উমর আহমেদ ইলিয়াসীর অভিযোগ, গত ২৮শে জানুয়ারি তাঁকে ‘কাফের’ বলে সম্বোধন করে, তাঁর পরিবারের বিরুদ্ধে জারি করা হয়েছে ফতোয়া। উমর আহমেদ ইলিয়াসীর অভিযোগ তাঁকে ২২ শে জানুয়ারি রাত থেকেই হুমকি দেওয়া হচ্ছিল ফোনে। অভিযোগ এই ফতোয়া জারি করেছেন মুফতি সাবির হুসেইনি নামে এক মুফতি।

আরোও পড়ুন : আচমকাই স্বাস্থ্যের অবনতি হওয়ায় ICU-তে ভর্তি হলেন ভারতের এই তারকা ক্রিকেটার! কেমন আছেন তিনি?

রাম মন্দির ট্রাস্ট এর পক্ষ থেকে অযোধ্যার রাম মন্দির উদ্বোধন উপলক্ষে সমাজের বিভিন্ন স্তরের মানুষদের আমন্ত্রণ জানানো হয়। এই তালিকায় ছিলেন হিন্দু-মুসলিম-খ্রিস্টান সহ অন্যান্য ধর্মের বিশিষ্ট ব্যক্তিরাও। গত সোমবার এই ইমাম জানিয়েছেন, “গতকাল আমার বিরুদ্ধে ফতোয়া জারি করা হয়েছে। কিন্তু, আমি ২২ জানুয়ারি সন্ধ্যা থেকে হুমকি ফোন পাচ্ছিলাম। আমি কয়েকটি কল রেকর্ডও করেছি। ফোন যারা করেছিল, তারা আমার ও আমার পরিবারের প্রাণনাশের হুমকি দিয়েছে।”

আরোও পড়ুন : মেজাজের সাথে এগিয়ে যাচ্ছে ভারত, অর্থনীতিতে উঠছে ঝড়! উল্টোদিকে ইউরোপের গ্রোথ পৌঁছল “Zero”-তে

ইমাম উমর আহমেদ ইলিয়াসী এই ব্যাপারে বলেন, “যারা আমাকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, তারা আমাকে সমর্থন করবে। এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যারা আমাকে ঘৃণা করছে, তাদের পাকিস্তানে চলে যাওয়া উচিত।” ইমাম উমর আহমেদ ইলিয়াসীকে এর অংশ হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে।

এই ইমামের বক্তব্য, “দেশের একজন প্রধান ইমাম হিসাবে, আমি শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র থেকে আমন্ত্রণ পেয়েছিলাম। এই অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়ে আমি দিন দুই ভাবনা-চিন্তা করেছিলাম। তারপর দেশে সম্প্রীতির বার্তা দিতে আমি অযোধ্যায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। এটা আমার জীবনের সবথেকে বড় সিদ্ধান্ত ছিল। সম্প্রীতি এবং দেশের জন্যই আমি সেখানে গিয়েছিলাম।”

এই অনুষ্ঠানে যোগ দেওয়া নিয়ে তাঁর কোনও আক্ষেপ নেই বলে জানিয়েছেন ইমাম উমর আহমেদ। তাঁর মত, “সেখানে আমাকে আন্তরিকভাবে স্বাগত জানানো হয়েছিল। অনুষ্ঠানে যোগ দিয়ে আমি বলেছিলাম, আমাদের ধর্মী বিশ্বাস ভিন্ন হতে পারে, তবে আমাদের সবথেকে বড় ধর্ম হল মানবতা।

ram mandir

পাশাপাশি তিনি আরোও বলেন, “ওরা আমাকে এবং আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি ওদের স্পষ্টভাবে বলতে চাই, ভারত কোনো ইসলামী দেশ নয়। এখানে এই সমস্ত কৌশল কাজ করবে না। আমি যে প্রেম ও ভ্রাতৃত্বের বার্তা প্রচার করছি, তা তাদের পছন্দ না হলে, তাদের পাকিস্তানে চলে যেতে হবে।”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর