‘মুসলিম লিগ ধর্মনিরপেক্ষ দল’, আমেরিকায় বসে দাবি রাহুলের! তুমুল কটাক্ষ BJP-র

বাংলা হান্ট ডেস্ক : ফের এক চাঞ্চল্যকর মন্তব্য করে রাজনীতিতে শোরগোল ফেলে দিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। মাঝেমধ্যেই আরএসএস (RSS) কে তোপ দাগেন তিনি। দেশের ধর্মনিরপেক্ষতার পক্ষে সওয়াল বিপদে ফেলতে চান বিজেপিকেও (Bharatiya Janata Party)। সেই রাহুলকেই আমেরিকায় প্রশ্ন করা হয়েছিল কেরলে কংগ্রেসের জোটসঙ্গী মুসলিম লিগকে নিয়ে। এই প্রসঙ্গে রাহুল বলে বসেন, মুসলিম লিগ একটি ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল।

এরপরই রাহুলের এই মন্তব্যেকে তীব্র কটাক্ষ করতে শুরু করেছে বিজেপি। প্রসঙ্গত, আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেছিলেন রাহুল। সেখানেই কেরলে মুসলিম লিগের সঙ্গে কংগ্রেসের জোট নিয়ে একটি প্রশ্ন করা হয় তাঁকে। সেই প্রশ্নের জবাবে রাহুল বলেন, ‘মুসলিম লিগ সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ দল। মুসলিম লিগের কোনও কার্যকলাপই ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে নয়। আমি মনে করি যে ব্যক্তি প্রশ্নটা পাঠিয়েছেন তিনি মুসলিম লিগ নিয়ে পড়াশোনা করেননি।’

বিজেপির বিরুদ্ধে হিন্দুত্ববাদী কট্টরপন্থার অভিযোগ তোলা কংগ্রেস নিজেও একাধিক কট্টরপন্থী রাজনৈতিক দলের সঙ্গে হাত মিলিয়েছে রাজনৈতিক স্বার্থে। এর আগে মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের শিবসেনার সঙ্গে হাত মিলিয়ে সরকরে ছিল কংগ্রেস। কেরলে বিগত বেশ কয়েক দশক ধরে বাম বিরোধী ‘ইউনাইটেড ডেমোক্র্যাটির ফ্রন্টে’ মুসলিম লিগের সঙ্গে জোট বেঁধে লড়ছে কংগ্রেস।

rahul

এই পরিস্থিতিতে মুসলিম লিগকে ‘ধর্মনিরপেক্ষ’ আখ্যা দেওয়ায় রাহুলকে তোপ দেগে বিজেপির অভিযোগ, ভোট-রাজনীতির স্বার্থেই এমন মন্তব্য রাহুলের। এই নিয়ে বিজেপি আইটি সেল প্রধান অমিত মালব্য একটি টুইট করে লেখেন, ‘ভারত ভাগের জন্য দায়ী জিন্নার দল মুসলিম লিগকে ধর্মনিরপেক্ষ বলেছেন রাহুল। ওয়েনাড়ে ভোটে জেতার বাধ্যবাধকতা থেকেই তিনি এহেন মন্তব্য করেছেন।’ এদিকে অমিতের সেই টুইটের জবাবে কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে কটাক্ষ করে লেখেন, ‘রাত জেগে আরও কিছুদিন রাহুল গান্ধীর বিদেশ যাত্রা নজর করতে থাকুন।’

এদিকে অমিত মালব্যর টুইটের জবাব দিয়েছেন কংগ্রেস নেতা পবন খেরাও। তিনি টুইট করে লেখেন, ‘ভাই তুমি কি অশিক্ষিত? জিন্নার মুসলিম লিগ এবং কেরলের মুসলিম লিগ যে আলাদা, তা তুমি জানো না? জিন্নার মুসলিম লিগ হল সেই দল, যার সঙ্গে তোমাদের পূর্বপুরুষরা জোট বেঁধেছিল। আর এই মুসলিম লিগ হল যাদের সঙ্গে বিজেপি জোট বেঁধেছিল।’

কী এই নতুন মুসলিম লিগ? কেরলের মুসলিম লিগের পুরো নাম – ‘ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ’। এটি একটি রাজ্য দল। যেমন বিজেপির পূর্বসূরি জনসংঘ, তেমনই আইইউএমএল-এর পূর্বসূরি জিন্নার মুসলিম লিগ। তবে এই দলটি আনুষ্ঠানিক ভাবে গঠিত হয়েছিল ১৯৪৮ সালে। এই দলের সদর দফতর চেন্নাইতে। একাধিকবার এই দল ভেঙেছে, নতুন গোষ্ঠী গড়ে উঠেছে। তবে এরা প্রথম থেকেই ভারতীয় সংবিধান মেনে রাজনৈতিক ময়দানে লড়াই করেছ। এই আইইউএমএল-এর সঙ্গে ২০১২ সালে নাগপুর পুর নির্বাচনের পর মুসলিম লিগের দুই কাউন্সিলরকে নিয়ে বোর্ড গঠন করেছিল বিজেপি।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর