হজরত মহম্মদকে অপমান! বাস কন্ডাক্টরকে অস্ত্রের কোপ, পুলিশকে গুলি মুসলিম যুবকের! যোগীরাজ্যে ধুন্ধুমার

বাংলা হান্ট ডেস্ক: হজরত মহম্মদকে (Hazrat Muhammad) অপমান করা হয়েছে। এই অভিযোগে বাস কন্ডাক্টরকে (Bus Conductor) ধারালো অস্ত্রের কোপ যুবকের। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) প্রয়াগরাজে। ভিডিও (Video) প্রকাশ করে নিজের দোষও স্বীকার করে নিয়েছেন ওই অভিযুক্ত। ঘটনায় ইতিমধ্যেই যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম লরেব হাশমি। ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম বর্ষের ছাত্র তিনি।

জানা গিয়েছে, শুক্রবার সকালে বাসে ওঠেন হাশমি। প্রথমে বাস কন্ডাক্টর হরিকেশ বিশ্বকর্মার সঙ্গে টিকিটের ভাড়া নিয়ে বচসায় জড়ান তিনি। সেই নগয়ে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে খানিক পরই হরিকেশের উপর ধারালো অস্ত্রের কোপ বসান ওই ছাত্র। কাঁধ-সহ শরীরের একাধিক অংশে গুরুতর চোট পান হরিকেশ। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তিও করতে হয়।

পরিস্থিতি জটিল বুঝে বাস থেকে ঝাঁপ দেন অভিযুক্ত। এরপর কলেজ চত্বরে গিয়ে গা ঢাকা দেওয়ার চেষ্টা করেন হাশমি। পরে একটি ভিডিও শ্যুট করে সেটি সোশাল মিডিয়ায় আপলোড করেন তিনি। ওই ভিডিওতে দাবি করেন, হজরত মহম্মদকে অসম্মান করাতেই তিনি ওই বাস কন্ডাক্টরের উপর হামলা চালিয়েছেন। এমনকী যে অস্ত্র দিয়ে হামলা করেছেন, সেটিও দেখান অভিযুক্ত।

এমনকী, ওই ভিডিওটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথেরও নাম নিতে শোনা যায় তাঁকে। এরপরই কলেজ চত্বরে গিয়ে পৌঁছায় পুলিশ। অভিযুক্তের থেকে অস্ত্র উদ্ধার করতে গেলে পুলিশকে লক্ষ করে গুলি চালান হাশমি। পুলিশও পাল্টা গুলি চালায়। এরপরই হাশমিকে গ্রেফতার করে পুলিশ।

Avatar
Monojit

সম্পর্কিত খবর