বাংলা হান্ট ডেস্ক : পবিত্র রমজান মাসে পবিত্র আল–আকসা মসজিদের ভিতর নামাজরত ফিলিস্তিনি মুসলিমদের বিরুদ্ধে হামলা চালায় ইসরায়েলের পুলিস (Israel Police)। এ হামলার সময় তারা ব্যাপকভাবে শব্দবোমা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। বুধবার ফজরের নামাজের সময় এ ঘটনা ঘটে অধিকৃত পূর্ব জেরুজালেমে আল–আকসা (al aqsa mosque) মসজিদের ভেতরে। এ সময় কমপক্ষে ৪০০ ফিলিস্তিনিকে গ্রেফতার করে ইসরায়েলের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান ফিলিস্তিনি কর্মকর্তারা। তাঁদের আপাতত আতারোত পুলিস স্টেশনে রাখা হয়।
জানা যাচ্ছে, ফিলিস্তিনি কর্মকর্তারা জানান, অন্তত ৪০০ ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। অধিকৃত পূর্ব জেরুজালেমের আতারোতের একটি থানায় তারা ইসরায়েলি হেফাজতে আটক রয়েছে। ইসরায়েলের পুলিস সূত্রে খবর, তাঁদের দাবি ‘আন্দোলনকারীদের’ সরিয়ে দেওয়ার জন্য প্রবেশ করেছিল। পুলিসের এই পদক্ষেপকে ‘অভূতপূর্ব অপরাধ’ হিসেবে নিন্দা জানিয়েছে হামাস।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, এ ঘটনায় ১২ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। ইসরায়েলের কর্মকর্তাদের, সংঘর্ষের সময় তাদেরকে লক্ষ্য করে পাথর ও আতসবাজি ছোড়া হয়েছে।
ফিলিস্তিনিরা বলছে তাদের ওপর পুলিস স্টান গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। এই সংঘর্ষের যেসব ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে তাতে দেখা যাচ্ছে ইসরায়েলি পুলিস লোকজনকে লাঠি দিয়ে পেটাচ্ছে।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সূত্রে খবর, সংঘর্ষে ৫০ জন আহত হয়েছে এবং তারা বলছে যে আহত লোকজনকে চিকিৎসা দিতে পুলিশ বাধা দিয়েছে। ডাক্তারদেরকে তারা ভেতরে যেতে দেয়নি। এর আগে গাজা নিয়ন্ত্রণকারী ইসলামপন্থী গ্রুপ হামাস মুসলিমদের প্রতি আহবান জানায় ইহুদি চরমপন্থীদের হাত থেকে আল-আকসাকে রক্ষা করার জন্যে।