ভরসা রাখুন এই ৫ Mutual Fund’য়ে! ১০ বছরেই পাবেন সর্বোচ্চ Return, বিনিয়োগের আগেই দেখুন

Published On:

বাংলাহান্ট ডেস্ক : আজকাল অনেকেই দীর্ঘমেয়াদি বিনিয়োগ (Investment) হিসেবে বেছে নিচ্ছেন এসআইপিকে (SIP)। মিউচুয়াল ফান্ডের (Mutual Fund) মাধ্যমে এসআইপিতে বিনিয়োগ ক্রমশ জনপ্রিয় হচ্ছে ভারতে। যদি সঠিকভাবে পরিকল্পনা করে এসআইপিতে বিনিয়োগ করা যায় তাহলে একটা সময় পর মিলতে পারে মোটা রিটার্ন। আজ আমরা এমন পাঁচটি মিউচুয়াল ফান্ড (Mutual Fund) সম্পর্কে আপনাদের জানাতে চলেছি যেখানে ১০ বছরের জন্য বিনিয়োগ করলে পেতে পারেন হেলদি রিটার্ন।

পাঁচটি বিখ্যাত মিউচুয়াল ফান্ড (Mutual Fund)

কোয়ান্ট ইনফ্রাস্ট্রাকচার ফান্ড: ৫ বছরের এসআইপিতে বিনিয়োগকারী পেতে পারেন ২৬.৯২ শতাংশ করে রিটার্ন। এই হিসাব অনুযায়ী, প্রতি মাসে ১২০০০ টাকা বিনিয়োগ করলে ১০ বছর পর আপনি পেতে পারেন মোট ৬২ লক্ষ ৫৬ হাজার ৮৩৫ টাকা। নূন্যতম ১ হাজার টাকা থেকে শুরু করতে পারেন বিনিয়োগ।

ইনভেস্কো ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার ফান্ড: ২৫.১ শতাংশ করে এসআইপি রিটার্ন পেতে পারেন ১০ বছর সময়ের জন্য। প্রতি মাসে ১২৫০০ টাকা করে বিনিয়োগ করলে ১০ বছর পর হাতে পেতে পারেন ৫৬ লক্ষ ৬৯ হাজার ৫৬ টাকা। নূন্যতম ৫০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারেন।

List of top five Mutual Fund

আইসিআইসিআই প্রুডেন্সিয়াল টেকনোলজি ফান্ড: ১০ বছর সময়কালের এসআইপিতে পেতে পারেন ২৪.৩৮ শতাংশ রিটার্ন। প্রতি মাসে ১২ হাজার ৫০০ টাকা করে বিনিয়োগ করলে ১০ বছর পর হাতে আসতে পারে ৫৪ লক্ষ ৫২ হাজার ৩১৩ টাকা। মাত্র ১০০ টাকা থেকে বিনিয়োগ করা যায় এই ফান্ডে।

আরোও পড়ুন : ফারাক্কার নাবালিকা ধর্ষণ-খুনের ২ মাসের মধ্যে ফাঁসির সাজা! ১ জনের যাবজ্জীবন

ফ্র্যাঙ্কলিন বিল্ড ইন্ডিয়া ফান্ড: ১০ বছর সময়কালের এসআইপিতে আসতে পারে ২৪.০৮ শতাংশ করে রিটার্ন। ১০ বছরের জন্য প্রতি মাসে ১২৫০০ টাকা করে বিনিয়োগ করলে পেতে পারেন ৫৩ লক্ষ ৬৩ হাজার ৯৩৫ টাকা।

এলআইসি এমএফ ইনফ্রাস্ট্রাকচার ফান্ড: ২৪.০৪ শতাংশ করে রিটার্ন পেতে পারেন ১০ বছরের জন্য এসআইপিতে। মাসে ১২৫০০ টাকা করে ১০ বছরের জন্য SIP করলে পেতে পারেন ৫৩ লক্ষ ৫৩ হাজার ১৯৭ টাকা।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X