‘দাদাগিরি’ দেখানোর দিন শেষ! জারি হল নয়া নির্দেশ, RG Kar কান্ডের পরেই সিভিকদের নিয়ে কড়া নবান্ন

বাংলাহান্ট ডেস্ক : অতীতে রাজ্যে সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে উঠেছে একাধিক অভিযোগ। আর জি কর (RG Kar Issue) কাণ্ডের পর নতুন করে প্রশ্ন উঠেছে সিভিক ভলেন্টিয়ারদের (Civic Volunteer) নিয়ে। নিয়ম অনুযায়ী সিভিক ভলেন্টিয়াররা (Civic Volunteer) শুধুমাত্র পুলিশের ‘সহকারী’ হিসেবে কাজ করতে পারবেন।

সিভিকদের (Civic Volunteer) জন্য নয়া নির্দেশিকা

   

কোনও রকম তল্লাশির কাজে যেতে পারবেন না সিভিক ভলেন্টিয়াররা (Civic Volunteer)। এছাড়াও থানায় জিডি করা বা তদন্ত সংক্রান্ত ফাইল দেখার অনুমতিও নেই সিভিক ভলেন্টিয়ারদের। তবে তার পরেও রাজ্যের একাধিক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ উঠছে যার জেরে বিপাকে পড়ছে পুলিশ (Police) ও রাজ্য সরকার (State Government)।

আরোও পড়ুন : জাস্ট মনে রাখুন ৬x১২x১৫ ফর্মুলা! তাহলেই কেল্লাফতে! মাত্র কদিনেই মিলবে ৩০ লাখ রিটার্ন

এই আবহে নবান্নের (Nabanna) তরফ থেকে সিভিক ভলেন্টিয়ারদের জন্য তৈরি করা হচ্ছে নতুন নির্দেশিকা। নবান্নের একটি সূত্র বলছে, উপেক্ষিত হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের (Civic Volunteer) নিয়ে তৈরি আইন। প্রশাসনের কাছে সেই সংক্রান্ত খবর ও প্রমাণ রয়েছে। রাজ্যের অধিকাংশ থানা এখন সিভিক ভলেন্টিয়ার ‘নির্ভর’ হয়ে উঠেছে।

আরোও পড়ুন : এই একটা কারণে আচমকাই ক্যান্সেল হল ১০০ টি বন্দে ভারতের অর্ডার! কি প্ল্যান সরকারের?

তাই অনেকেই অভিযোগ তুলছেন সিভিক ভলেন্টিয়ারদের (Civic Volunteer) ঔদ্ধত্য বেড়ে গেছে বহুগুণ। কারণ হিসেবে বলা হচ্ছে পুলিশের সাথেই তদন্তের কাজে সিভিক ভলেন্টিয়াররা সহায়তা করছেন। পুলিশ স্টেশনের (Police Station) বিভিন্ন কাজে সরাসরি যুক্ত হচ্ছেন তারা যা সম্পূর্ণ নিয়ম বিরুদ্ধ।

অভিযোগ পশ্চিমবঙ্গের (West Bengal) অধিকাংশ থানায় রয়েছে পর্যাপ্ত পুলিশ কর্মীর অভাব। রাজ্য সরকার সেই সংকট মেটানোর চেষ্টা করছে সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteer) নিয়োগের মাধ্যমে। তবে দেখা যাচ্ছে পুলিশ কর্মীরা নিজেদের দায়-দায়িত্ব সিভিক ভলেন্টিয়ারদের উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে যাচ্ছেন।

1679724673 civic

রাজ্য সরকার এমনকি আদালতেরও নির্দেশ রয়েছে যে সিভিক ভলেন্টিয়াররা শুধুমাত্র পুলিশের ‘সহযোগী’ হিসেবেই কাজ করবেন। তবে নবান্নের কাছে খবর রয়েছে রাজ্যের একাধিক জায়গায় সিভিক ভলেন্টিয়ারদের আইন-শৃঙ্খলা রক্ষার কাজে লাগানো হচ্ছে। নিয়ম বহির্ভূতভাবে তাদের হাতে দেওয়া হচ্ছে লাঠি, ওয়াকিটকি।

আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসক খুনের পর অভিযোগের মূল তীর এক সিভিক ভলেন্টিয়ারের দিকে, যা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন পুলিশ-প্রশাসন। এই অবস্থায় নবান্ন সিভিক ভলেন্টিয়ারদের জন্য তৈরি করছে নতুন নির্দেশিকা। সেই নির্দেশিকায় স্পষ্ট ভাবে উল্লেখ থাকবে সিভিক ভলেন্টিয়ারদের কাজ বা দায়িত্ব সম্পর্কে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর