আবাসের টাকা নিয়ে কী চলছে? সামনে এল চাঞ্চল্যকর তথ্য! মাথায় হাত নবান্নের

বাংলা হান্ট ডেস্কঃ গত বছরের ডিসেম্বর থেকে আবাস যোজনা (Awas Yojana) প্রকল্পে নিজস্ব কোষাগার থেকে টাকা দেওয়া শুরু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। রাজ্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে আগেই এই প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তাই আবাস প্রকল্পে টাকা দেওয়া শুরু করলেও প্রথম থেকেই দুর্নীতি রুখতে বিরাট কড়া নবান্ন। সরকারি এই প্রকল্পকে যাতে দুর্নীতি স্পর্শ করতে না পারে তার জন্য একাধিক কড়াকড়ি শুরু করা হয়েছে।

আবাস প্রকল্পের (Awas Yojana) গতি দেখে চিন্তা বাড়ছে নবান্নের

রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই আবাস প্রকল্পের (Awas Yojana) প্রথম কিস্তি অর্থাৎ তিন মাসের টাকা চলে এসেছে। কিন্তু টাকা পাওয়ার পরেও মাথাচাড়া দিচ্ছে বেশ কিছু প্রশ্ন। মূলত আবাসের বাড়ি তৈরির কাজের অগ্রগতি রীতিমতো চিন্তার কারণ হয়ে উঠেছে নবান্নের কাছে। বিশেষ করে বাংলার ছয় জেলায় অর্থাৎ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা,মুর্শিদাবাদ,দক্ষিণ দিনাজপুর, পূর্ব বর্ধমান, এবং পশ্চিম মেদিনীপুর এই ছয় জেলায় বাংলার বাড়ি প্রকল্পে কাজের গতি সবচেয়ে বেশি ভাবাচ্ছে রাজ্য সরকারকে।

আবাস প্রকল্পের (Awas Yojana) কাজের অগ্রগতি নিয়ে সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে যা এই মুহূর্তে নবান্নের চিন্তার কারণ হয়ে উঠেছে। রিপোর্ট বলছে রাজ্যের মোট ২১ জেলায় ১২ লক্ষ বাড়ি তৈরি করার কথা থাকলেও এখনও পর্যন্ত বাড়ি তৈরির কাজে হাতই দেয়নি এক লক্ষর বেশি উপভোক্তা। জানা যাচ্ছে, গত ডিসেম্বর মাসে প্রথম কিস্তির টাকা পাওয়ার পর এখনও পর্যন্ত মাত্র ৩ লক্ষ বাইশ হাজার ৮৭২টি বাড়ি নির্মাণের কাজ ভিত থেকে ঘরের বিম পর্যন্ত শেষ হবে।

আরও পড়ুন: রাজ্যে এই প্রথম! প্রাথমিকে প্রশ্নপত্র তৈরি করবে পর্ষদ, শিক্ষাব্যবস্থায় কি কি বদল আসছে?

সামনে আসছে আরও এক গুরুত্বপূর্ণ তথ্য। সূত্রের খবর, রাজ্যে এখনও মোট এমন ৪৬ হাজার উপভোক্তা রয়েছেন যারা আবাস প্রকল্পে টাকা পাওয়ার পরেও তিন মাসে বাড়ি নির্মাণের সামগ্রী  অর্থাৎ, ইট, বালি, সিমেন্ট পর্যন্ত সংগ্রহ করতে পারেননি। এছাড়া মোট ৫০ হাজারের বেশি উপভোক্তা রয়েছেন যারা নির্মাণ সামগ্রী সংগ্রহ করার পরেও কাজ শুরু করতে পারেননি।

awas yojana nabanna

আবাস প্রকল্পের বাড়ি নির্মাণ সংক্রান্ত এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই এবার বড় পদক্ষেপ নিল নবান্ন। জানা যাচ্ছে, ইতিমধ্যেই নবান্নের তরফে পঞ্চায়েত দপ্তরের রিপোর্ট পেশ করা হয়েছে। আবাস প্রকল্পের কাজ দ্রুত শুরু করার জন্য বাড়ি-বাড়ি গিয়ে উপভোক্তাদের যাতে উৎসাহ দেওয়া হয় তার জন্যই এবার প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর