রাজনীতির ‘কালারফুল বয়’এর সঙ্গে ‘নীলাঞ্জনা’র গায়ক, পুরভোটের প্রচারে ‘খেলার গান’ গাইলেন মদন-নচিকেতা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: দুজনের বন্ধুত্বের পরিচয় আগে মিলেছে বহুবার। রাজনৈতিক পরিচয়ের গণ্ডি পেরিয়ে একে অপরের বন্ধু হয়েছেন নচিকেতা চক্রবর্তী (nachiketa chakraborty) ও মদন মিত্র (madan mitra)। দুজনেরই কথা ক্ষুরধার, যথেষ্ট বিতর্কিত। এখন আবার গানেও সুর তুলছেন কামারহাটির বিধায়ক। সে দিক দিয়ে বলতে গেলে দুজনের মিলও অনেক। সেকথা মাথায় রেখেই এবার নতুন গান নিয়ে আসছেন নচিকেতা ও মদন।

হ‍্যাঁ, ঠিকই পড়েছেন! এই প্রথম একসঙ্গে গান গাইলেন দুই ভিন্ন জগতের দুই নামজাদা ব‍্যক্তিত্ব। তবে মদন মিত্র ঠিক গান গাননি। তিনি করেছেন ভাষ‍্যপাঠ। মূল গানটা গাইলেন নচিকেতাই। আসন্ন পুরভোটের কথা মখথায় রেখেই সবুজ শিবিরের জন‍্য তৈরি হয়েছে ‘খেলার গান’। পুরভোটের ঠিক আগে আগে ১৬ ডিসেম্ব‍র অনলাইন প্ল‍্যাটফর্মে মুক্তি পাবে মদন মিত্র ও নচিকেতার গাওয়া এই গান।


জানা যাচ্ছে, গানের ভাবনা অভিজিৎ পালের। তিনি নাকি প্রথমে মদন মিত্রকেই শুনিয়ে ছিলেন গানটি। বিধায়ক সবুজ সংকেত দিতেই গানের রেকর্ডিং শুরু হয়। তবে নচিকেতার সঙ্গে গাইতে হবে শুনে নাকি প্রথমটা হকচকিয়ে গিয়েছিলেন মদন মিত্র। যদিও পরে নিজের অংশটি বেশ ভালভাবেই উতরে দিয়েছেন তিনি। বিধায়ককে ‘ট্রেনিং’ দিয়েছেন নচিকেতা স্বয়ং।

সম্প্রতি তৃণমূলের হয়ে পুরভোটের প্রচারেও নেমেছিলেন নচিকেতা। আর নেমেই একের পর এক কটাক্ষের তীর ছুঁড়েছেন বিজেপির দিকে। নচিকেতার দাবি, গেরুয়া শিবির ধর্মের জিগির তুলে ভোটে জেতার চেষ্টা করে। কর্মসূচী না, বিজেপির শুধু ধর্মসূচী রয়েছে। মানুষে মানুষে বিভেদ তৈরি করার চেষ্টা চলছে। এমন ভাবে আগামী দশ বছরেও বাংলায় ক্ষমতায় আসতে পারবে না বিজেপি‌। গায়কের দৃঢ় বিশ্বাস, যারাই তাঁর গান শোনেন তারা ধর্মের নামে মানুষের মধ‍্যে বিভেদ সৃষ্টি করতে পারবেন না।

পুরভোটে তৃণমূলের প্রার্থী বাপ্পাদিত‍্য দাশগুপ্তর হয়ে প্রচার সেরেছেন নচিকেতা। সঙ্গে ছিলেন সায়ন্তিকা বন্দ‍্যোপাধ‍্যায় ও পার্থ চট্টোপাধ‍্যায়ও। গায়ক জানালেন, বাপ্পাদিত‍্যর সঙ্গে তাঁর পরিচয় দীর্ঘদিনের। খুব ভাল সম্পর্ক রয়েছে তাঁদের মধ‍্যে। বাপ্পাদিত‍্যর প্রশংসা করে নচিকেতা জানান, তাঁর কাছে আগের কলকাতা ও এখনকার কলকাতা দুটোরই ছবি আছে। তুলনা করে দেখলেই বোঝা যাবে কতটা কাজ হয়েছে না হয়েছে।

সম্পর্কিত খবর

X