বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেরই ভোট। বিধানসভা নির্বাচন (Assembly Election) যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। চওড়া হচ্ছে বিরোধীদের সুর। সম্প্রতি মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে গিয়ে বিস্ফোরক অভিযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বলেন, কিভাবে রাজ্য সরকার ভোটারতালিকা থেকে হিন্দুদের নাম বাদ দিতে উঠে পড়ে লেগেছে। অভিযোগ ছিল, তৃণমূল সরকার নিজের কর্মচারীদের দিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় হিন্দু ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে। পরিকল্পিতভাবেই সবটা চলছে বলে অভিযোগ তুলেছিলেন গেরুয়া বিধায়ক।
শুভেন্দু যে হাওয়ায় অভিযোগ তুলেছিলেন এমন নয়, একেবারে কাকদ্বীপ বিধানসভার একটি ঘটনার কথা উল্লেখ করে অভিযোগ করেছিলেন। অভিযোগ ছিল, অবৈধভাবে লগ ইন করে নাম সংযোজন ও বিয়োজন করা হয়েছে ভোটার তালিকায়। বিরোধী দলনেতার অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত। এরপরই বড়সড় ‘পর্দাফাঁস’।
ভিডিও দেখুন: https://youtu.be/_8aCm1GgEYU?si=28ywRwbolEk3MxS3
ঘটনার তদন্তে নেমে গতকালই নির্বাচন কমিশন নিযুক্ত অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজার অরুণ গড়াইকে সাসপেন্ড করা হয়েছে। ওই ব্যক্তিকে জাতীয় নির্বাচন কমিশন বরখাস্ত করেছে। ইতিমধ্যেই নিজের দোষ স্বীকার করেছেন অরুণ গড়াই। নিজের ‘কীর্তির’ জন্য ক্ষমাও চেয়েছেন তিনি।
আরও পড়ুন: ছাব্বিশের ভোটের আগেই একাধিক রদবদল! দুষ্কৃতীদের হাতে খুন হওয়া দুলালের স্ত্রীকে বড় দায়িত্ব TMC-র
তদন্ত নেমে দেখা গিয়েছে গত ২৪ মার্চ কাকদ্বীপ ব্লকের AERO তথা যুগ্ম বিডিও স্বপন কুমার হালদারের লগ ইন আইডি ব্যবহার করে অভিযুক্ত ওই ব্যক্তি ভোটার তালিকায় সংযোজন, বিয়োজনের ৩টি আবেদনের নিষ্পত্তি করেছেন। খবর জানাজানি হতে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিককে গোটা ঘটনা তদন্ত করে দেখার নির্দেশ দেয় নির্বাচন কমিশন।
তদন্তে নেমে দেখা যায় অভিযোগের সত্যতা রয়েছে। এরপর অভিযুক্ত ব্যক্তিকে শোকজ করেন জেলাশাসক। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় কমিশনের নির্দেশের কপি পোস্ট করে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। বিজেপি নেতা লেখেন, ‘রাজ্যস্তরে বিভিন্ন নির্বাচনী আধিকারিকরা আঁতাত করে ভোটার তালিকা থেকে হিন্দু ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছেন। আমরা সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে সদা সতর্ক আছি।’
প্রসঙ্গত এই প্রথম নয়, বিগত কিছু সময়ে বারংবার তৃণমূলের হাত থেকে ‘হিন্দু ভোটারদের বাঁচানো’র ডাক দিয়ে মিছিলে নেমেছে বিজেপি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।