‘আমার জিনিস অন্যরা দেখবে কেন?’ রেগে যায় বয়ফ্রেন্ড, দাবি নন্দিনী দিদির

বাংলাহান্ট ডেস্ক: নন্দিনী দিদিকে (Nandini Didi) চেনেন না এমন মানুষ সোশ্যাল মিডিয়ায় এখন প্রায় বিরল। ডালহৌসিতে তাঁর ভাতের হোটেলে খেতে হয়তো যাননি অনেকেই, কিন্তু ইউটিউবে নন্দিনী দিদির ভিডিওতে ভিড় করেছেন প্রায় সকলেই। আসল নাম মমতা গঙ্গোপাধ্যায় হলেও নন্দিনী দিদি নামেই বেশি পরিচিত তিনি। অনেকে আবার ‘স্মার্ট দিদি’ নামেও চেনেন তাঁকে।

জিন্স, ফুল স্লিভ টিশার্ট এবং গলায় ঝোলানো ব্লুটুথ হেডফোন, এই বেশেই বেশি দেখা যায় নন্দিনীকে। এভাবেই ভাইরাল হয়েছেন তিনি। এমন মডার্ন বেশে সম্ভবত আগে কাউকে ভাতের হোটেল চালাতে দেখা যায়নি, অন্তত তেমনি বক্তব্য বেশিরভাগ ইউটিউবারদের। ভাতের সঙ্গে ক্রাশ ফ্রি, এমন ট্যাগলাইন দিয়ে অনেকেই নন্দিনী দিদির ভিডিও বানিয়েছেন।

nandini didi

ভাইরাল দিদিও সুন্দর করে খাবার পরিবেশনের সঙ্গে সর্বক্ষণ মুখে ঝুলিয়ে রেখেছেন মিষ্টি হাসি। কখনো কখনো আবার ‘বেয়াদব’ লোকজনদের শায়েস্তাও করেন তিনি। আর তাতেই কাত ইউটিউবাররা। তবে মিষ্টি ব্যবহার করলেও নন্দিনী দিদি কিন্তু নিজের দিক দিয়ে পরিস্কার।

তিনি সিঙ্গল নন, দস্তুর মতো কমিটেড। তাই ক্রাশ খেতে হলে নিজ দায়িত্বে খাবেন। নিজের বয়ফ্রেন্ডকে কখনো জনসমক্ষে না আনলেও সম্প্রতি তাঁকে নিয়ে মুখ খোলেন নন্দিনী। তিনি জানান, প্রেমিক খুবই ‘পজেসিভ’ প্রকৃতির। সম্প্রতি একটি টক শোতে তিনি জানান, তাঁর গায়ে কেউ হাত দিক সেটা মোটে পছন্দ করেন না তাঁর প্রেমিক। সে অপর দিকের মানুষটা দিদি, বোন যাই বলে ডাকুক না কেন।

নন্দিনীর কথায়, ‘আমার বয়ফ্রেন্ড বলে, আমার জিনিস অন্যরা দেখবে কেন?’ প্রেমিকের নাম, পরিচয় প্রকাশ না করলেও তিনি জানান, তাঁদের সম্পর্ক দীর্ঘদিনের। এবার চটজলদি বিয়েটা সেরে ফেলার পরিকল্পনা করছেন তাঁরা।

Niranjana Nag

সম্পর্কিত খবর