স্বপ্নকে করবেন সত্যি! অভিনয়ের টাকা দিয়ে এই বিশেষ কাজটি করতে চান নন্দিনী দিদি

বাংলা হান্ট ডেস্ক : সোশ্যাল মিডিয়া (Social Media) আজকাল মানুষের কাছে ভারী গুরুত্বপূর্ন। কেনই বা হবেনা, এই মাধ্যমকে হাতিয়ার করে বহু মানুষের জীবন গড়ে ওঠেছে। উদাহারণ তো আর কম নয়, রানু মন্ডল থেকে ভুবন বাদ্যকর সবাই এই সোশ্যাল মিডিয়ারই ফসল। সদ্যই সেখানে এসেছেন রান্নার দিদি নন্দিনী (Nandini Didi)। ভাতের হোটেলের সৌজন্যে আজ সবাই চেনে তাকে। সেলিব্রিটি বললেও কম বলা হয়না। বর্তমানে তিনি আবার অভিনয় করতে চলেছেন নতুন সিনেমায়।

ডালহৌসির অফিস পাড়ায় পাইস হোটেল (Pice Hotel) চালিয়েই বিরাট জনপ্রিয়তা অর্জন করেছেন নন্দিনী (Nandini Didi)। তিনি নিজেও ভাবতে পারেননি যে এতটা জনপ্রিয় হয়ে ওঠবেন। বর্তমানে কিন্তু তিনি সাফল্যের শীর্ষে ওথেছেন। দিদি নাম্বার ওয়ানেও দেখা গিয়েছে তাকে। সবশেষে তিনি পা রাখছেন অভিনয়ের জগতে। তাহলে কি জনপ্রিয় দিদি তার ভাতের হোটেল বন্ধ করে দেবেন?

আপাতত জানা যাচ্ছে তিনি তার ভাতের হোটেল চালিয়ে যাবেন। অভিনয় জগতে সুযোগ পেলেও তার পুরাতন ব্যবসা ছাড়ছেন না নন্দিনী ওরফে মমতা গঙ্গোপাধ্যায়। তার আসন্ন সিনেমা প্রিয়দর্শী বন্দোপাধ্যায় পরিচালিত ‘তিন সত্যি’। সেখানে সাবিত্রী চট্টোপাধ্যায়ের মত অভিনেত্রীর সাথে কাজ করবেন নন্দিনী। তিনি অবশ্য তার পুরাতন ব্যবসা ভুলে যাননি মোটেই।

আরও পড়ুন : জি বাংলায় আসছে নয়া ধামাকা! রাজ চক্রবর্তীর হাত ধরে ফিরছেন এই জনপ্রিয় জুটি

নন্দিনী দিদি প্রমাণ করে দিচ্ছেন, যে রাঁধে সে চুলও বাঁধে। দুটি জায়গাকেই সমানতালে সামলাচ্ছেন তিনি। বাবার তৈরি ভাতের হোটেল আজ তার সৌজন্যে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে। এক সাক্ষাৎকারে নন্দিনী জানিয়ে দেন যে, অভিনয়ের মাধ্যমে যে টাকা আসবে তা দিয়ে হোটেলটি কিনে নিতে চান তিনি।

আরও পড়ুন : নবমীতেই ঘুরে গেল খেলা! দশম অবতার-বাঘাযতীন, কে কাকে টেক্কা দিচ্ছে? দেখুন আয়ের খতিয়ান

 

উল্লেখ্য বর্তমানে তাদের মাসোহারা দিতে হয়। সেজন্যই মমতা গঙ্গোপাধ্যায় ওরফে নন্দিনীদিদির ইচ্ছে সেটিকে কিনে নেওয়ার। যদিও যে বৃদ্ধের সেই দোকান তিনি অবশ্য এটি বিক্রি করতে চান না। ফলে স্বপ্নের দোকান কেনা সম্ভব হবে কিনা তাই এখন দেখার।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর