ঝড় উঠবে প্রচারে! বাংলায় আসছেন মোদী-শাহ, কবে কোথায় সভা?

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) নির্ঘণ্ট ঘোষণার আগেই বাংলায় বেশ কয়েকটি সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। গত মার্চ মাসের শুরুতেই বঙ্গ সফরে এসেছিলেন তিনি। এবার ফের ভোটের আবহে প্রচারে ঝড় তুলতে রাজ্যে আসছেন মোদী। জানা যাচ্ছে, বাংলার বুকে প্রায় ১৫ টি সভা করতে পারেন তিনি।

তবে শুধু প্রধানমন্ত্রী একা নন, বঙ্গে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও। মোদীর মতো অমিত শাহও (Amit Shah) এই রাজ্যে প্রায় ১৪-১৫টি সভা করতে পারেন। কলকাতার শহিদ মিনারে বিজেপির একটি সভা হতে পারে বলে শোনা যাচ্ছে। মোদী কিংবা শাহ, সেই সভা করতে পারেন বলে খবর। তবে কে, কবে, কটি সভা করবেন সেই বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

তবে শোনা যাচ্ছে, উত্তরবঙ্গকে ‘পাখির চোখ’ করতে পারেন প্রধানমন্ত্রী। সেখানে মোদী ৫-৬টি সভা করতে পারেন বলে খবর। প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি বিজেপি (BJP) শাসিত বেশ কিছু রাজ্যের মুখ্যমন্ত্রীও ভোটের আবহে বাংলায় আসতে পারেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বাংলায় ৫-৭টি সভা করতে পারেন বলে জানা যাচ্ছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও আসবেন রাজ্যে।

আরও পড়ুনঃ ভোটের মুখে বড় ধাক্কা! দিলীপ ঘোষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের!

ইতিমধ্যেই বাংলায় গেরুয়া শিবিরের তারকা প্রচারকের তালিকা প্রকাশ করে দেওয়া হয়েছে। মোদী, শাহ, যোগীর পাশাপাশি সেই তালিকায় নাম রয়েছে স্মৃতি ইরানি, মানিক সাহাদেরও। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, দলের একাধিক তাবড় তাবড় নেতা-নেত্রীরা রাজ্যের বুকে দলীয় প্রার্থীর সমর্থনে সভা, রোড শো করবেন।

প্রসঙ্গত, বাংলা সহ গোটা দেশ জুড়ে ভোটের দামামা বেজে গিয়েছে। তবে বাংলায় এখনও দু’টি আসনে প্রার্থী দেওয়া বাকি আছে বিজেপির। এর মধ্যে একটি হল হাইভোল্টেজ কেন্দ্র ডায়মন্ড হারবার। তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কাকে দাঁড় করানো হবে তা এখনও ঘোষণা করেনি পদ্ম শিবির।

bjp flags

ইতিমধ্যেই সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে আসতে শুরু করেছে একাধিক ব্যক্তিত্বের নাম। তবে বিজেপি সূত্রে জানা যাচ্ছে, প্রার্থীর নাম নিয়ে দলের অন্দরে মতপার্থক্য হচ্ছে। সেই জন্য নাম ঘোষণা করতে একটু সময় লাগছে। তবে খুব শীঘ্রই নাম ঘোষণা করা হবে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর