IPL-এ চলতি মরশুমের প্রথম জয়ের দিনই বড় ধাক্কা পেলেন পন্থ, কড়া অ্যাকশন নিল BCCI

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, BCCI (Board of Control for Cricket in India)-এর কাছ থেকে বড় ধাক্কা পেয়েছেন ঋষভ পন্থ (Rishav Pant)। মূলত, IPL (Indian Premier League) ২০২৪-এর ১৩ তম ম্যাচটি বিশাখাপত্তনমের মাঠে চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে সম্পন্ন হয়। ওই ম্যাচে দিল্লি ক্যাপিটালস দল ২০ রানে জিতেছে। এই মরশুমে এটিই দিল্লির প্রথম জয়। পাশাপাশি, ওই ম্যাচে হাফ সেঞ্চুরির ইনিংস খেলেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ। কিন্তু, এসবের মাঝেই পন্থের জন্য একটি দুঃসংবাদ সামনে এসেছে। তাঁর বিরুদ্ধে বড় ধরণের ব্যবস্থা নিয়েছে BCCI।

বড় ধাক্কা পেলেন ঋষভ পন্থ: চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে গিয়ে স্লো ওভার রেটের কারণে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থকে জরিমানা করা হয়েছে। মূলত, ওই কারণে পন্থকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়। উল্লেখ্য যে, ওই ম্যাচে দিল্লি ক্যাপিটালস দল নির্ধারিত সময়ের মধ্যে ২০ ওভার সম্পূর্ণ করতে পারেনি। দলটি নির্ধারিত সময়ের থেকে ৩ ওভার পিছিয়ে ছিল। এই কারণে শেষ ২ ওভারে ওই দলকে ৪ জনের পরিবর্তে ৫ জন ফিল্ডারকে ৩০ গজের ভেতরে রাখতে হয়।

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে IPL: এদিকে, ইতিমধ্যেই এই বিষয়টির পরিপ্রেক্ষিতে IPL-এর তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, গত ৩১ মার্চ সম্পন্ন হওয়া ওই ম্যাচে স্লো ওভার রেটের জন্য পন্থকে জরিমানার সম্মুখীন হতে হয়েছে। এটি, এই মরশুমে দিল্লির প্রথম ভুল ছিল। তাই, পন্থকে ১২ লক্ষ টাকার জরিমানা করা হয়।

আরও পড়ুন: ১ এপ্রিল থেকেই বড় পরিবর্তন! লাফিয়ে বাড়বে ৮০০ ওষুধের দাম, ফের টান পড়বে পকেটে

সতর্ক থাকতে হবে আগামী ম্যাচগুলিতে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, স্লো ওভার রেটের নিয়ম অনুযায়ী, প্রথমবার এই ভুল করলে সংশ্লিষ্ট দলের অধিনায়ককে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়। তবে, একই মরশুমে দ্বিতীয়বার এই ভুল করলে অধিনায়ককে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: হাতে সময় নেই বেশি দিন! ১৫ এপ্রিল থেকে বদলে যাবে স্মার্টফোনের নিয়ম, বন্ধ হবে এই প্রয়োজনীয় পরিষেবা

পাশাপাশি, দলের অন্য খেলোয়াড়দেরও ৬ লক্ষ টাকা বা ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করা হয়। এদিকে, তৃতীয়বারের মতো এই ভুল করলে অধিনায়ককে ৩০ লক্ষ টাকার জরিমানা সহ এক ম্যাচের জন্য ব্যান করা হয়। এর পাশাপাশি, দলের বাকি খেলোয়াড়দের ১২ লক্ষ টাকা বা তাঁদের ম্যাচ ফি -র ৫০ শতাংশ জরিমানা করা হয়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর