বাংলা হান্ট ডেস্ক: T20 বিশ্বকাপের (ICC Men’s T20 World Cup) পর ভারতীয় দলের হেড কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) মেয়াদ শেষ হতে চলেছে। এমন পরিস্থিতিতে, BCCI (Board of Control for Cricket)-এর তরফে ভারতীয় টিমের হেড কোচ পদে আবেদনের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়। রাহুল দ্রাবিড়ও এই পদের জন্য আবার আবেদন করতে পারেন। এমতাবস্থায়, সামগ্রিকভাবে ভারতীয় দলের কোচের দায়িত্ব কে নিতে চলেছেন সেটাই এখন দেখার বিষয়।
তবে, এই আবহেই একটি চমকপ্রদ তথ্য সামনে এসেছে। যেটি সর্ম্পকে জানার পর অবাক হবেন প্রত্যেকে। মূলত, ভারতীয় দলের হেড কোচের ক্ষেত্রে নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ, মহেন্দ্র সিং ধোনি এবং শচিন তেন্ডুলকাররাও নাকি আবেদন করেছেন! হ্যাঁ, প্রথমে এই বিষয়টি পড়ে চমকে গেলেও ঠিক এই ঘটনাই এবার সামনে এসেছে। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
News
The Board of Control for Cricket in India (BCCI) invites applications for the position of Head Coach (Senior Men)
Read More #TeamIndiahttps://t.co/5GNlQwgWu0 pic.twitter.com/KY0WKXnrsK
— BCCI (@BCCI) May 13, 2024
ভুয়ো আবেদনের বন্যা: প্রসঙ্গত উল্লেখ্য যে, ইতিমধ্যেই ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি রিপোর্টে বলা হয়েছে নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ, শচীন তেন্ডুলকার এবং এমএস ধোনির নামে ভুয়ো আবেদন এসেছে। জানা গিয়েছে যে, ভারতীয় ক্রিকেট বোর্ড হেড কোচের পদের জন্য ৩,০০০-এরও বেশি আবেদন পেয়েছে। এদিকে, হেড কোচ পদে আবেদন করার শেষদিন ছিল গত ২৭ মে। রিপোর্টে বলা হয়েছে, BCCI তেন্ডুলকার, ধোনি, হরভজন সিং, বীরেন্দ্র শেবাগ এবং অন্যান্য প্রাক্তন ক্রিকেটারদের নামে বেশ কয়েকটি আবেদন পেয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মতো রাজনীতিবিদদের নামেও এসেছে ভুয়ো আবেদন।
আরও পড়ুন: আম্বানির বড় পদক্ষেপ! ভারতের পাশাপাশি এই দেশে বাজবে Reliance Jio-র ডঙ্কা, সম্পন্ন হল চুক্তি
২০২২ সালেও এসেছিল ভুয়ো আবেদন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, এর আগেও BCCI ঠিক এইরকমই ভুয়ো আবেদন পেয়েছিল। ২০২২ সালে BCCI যখন প্রধান কোচের জন্য আবেদনপত্র চেয়েছিল সেই সময়ে সেলিব্রিটিদের নাম করে এসেছিল ভুয়ো আবেদনপত্র। বোর্ড সেইসময়ে মেইল মারফত আবেদনপত্র গ্রহণ করেছিল। তবে, এবার BCCI আবেদনপত্র গ্রহণের ক্ষেত্রে Google Form-এর ব্যবহার করেছে।
আরও পড়ুন: হয়ে যান সতর্ক! এবার ICICI সহ এই ব্যাঙ্কের ওপর ১.৯১ কোটির জরিমানা RBI-র, আপনার অ্যাকাউন্ট নেই তো?
এই প্রসঙ্গে BCCI-এর একজন আধিকারিক জানিয়েছেন, “২০২২ সালেও BCCI এমন প্রতিক্রিয়া পেয়েছিল। যেখানে ভুয়ো আবেদনপত্র সামনে আসে। এবারেও ঠিক একই ঘটনা ঘটেছে। BCCI-এর Google Form-এ আবেদন চাওয়ার এটাই কারণ যে এক্ষেত্রে আবেদনকারীদের নাম পরীক্ষা করা সহজ হয়।”