ভোটের আগে মোদীর মাস্টারস্ট্রোক! নতুন এই প্রকল্পে বিনামূল্যে ৩৬০০ ইউনিট বিদ্যুৎ, লাভ হবে ১৫,০০০ টাকা

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফে “প্রধানমন্ত্রী সূর্য ঘর: মুফত বিজলি প্রকল্প” (PM Surya Ghar Muft Bijli Yojana)-র অনুমোদন দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য প্রাথমিকভাবে ৭৫,০২১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও জানা গিয়েছে। উল্লেখ্য যে, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পরে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) এই বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপিত করেছেন।

তিনি জানিয়েছেন, এই প্রকল্পের আওতায় দেশের ১ কোটি পরিবার প্রতি মাসে বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ পাবে। এর পাশাপাশি ৩০০ ইউনিটের থেকে বাড়তি বিদ্যুতের ক্ষেত্রে মিলবে টাকাও। পাশাপাশি, কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ওই টাকা সরাসরি সংশ্লিষ্ট পরিবারের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।

Narendra Modi brought this great Yojana before the election

সোলার প্ল্যান্ট কিনতে আর্থিক সাহায্য কেন্দ্রের: জানা গিয়েছে যে, ২ কিলোওয়াটের সোলার প্ল্যান্টের যে দাম পড়বে, সেক্ষেত্রে কেন্দ্রের তরফে ৬০ শতাংশ অর্থ ভর্তুকি হিসেবে দেওয়া হবে। এদিকে, তারপরে যদি সোলার প্ল্যান্টের ক্ষমতা ২ কিলোওয়াট থেকে ৩ কিলোওয়াটে বাড়ানো হয়, সেক্ষেত্রে ওই দামের ওপর ৪০ শতাংশ ভর্তুকি দেওয়া হবে। এমতাবস্থায়, বর্তমান বাজারমূল্য অনুযায়ী, ভর্তুকি হিসেবে ১ কিলোওয়াটের সোলার প্ল্যান্টের ক্ষেত্রে ৩০,০০০ টাকা, ২ কিলোওয়াটের সোলার প্ল্যান্টে ৬০,০০০ টাকা এবং ৩ কিলোওয়াট বা তারও বেশি ক্ষমতাসম্পন্ন সোলার প্ল্যান্টে ভর্তুকি হিসেবে ৭৮,০০০ টাকা দেবে কেন্দ্র। শুধু তাই নয়, কেন্দ্রের তরফে এটাও জানানো হয়েছে যে, বাকি অর্থের ক্ষেত্রে কম সুদে ঋণের বন্দোবস্ত করে দেওয়া হবে। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের মতে, ব্যাঙ্কগুলি রেপো রেটের থেকে সর্বাধিক ০.৫ শতাংশ বেশি হারে সুদ দিতে পারবে।

সাধারণ মানুষের হবে বিপুল সুবিধা: কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন যে” “এই প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে মিলবে ৩০০ ইউনিট বিদ্যুৎ। এক্ষেত্রে বাড়ির ছাদে ২ কিলোওয়াট বা ৩ কিলোওয়াট সোলার প্ল্যান্ট বসালে তখনই ৩০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে পাবেন। বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুতের পর সেটার থেকে যত বেশি বিদ্যুৎ উৎপাদন হবে, সেটা কিনে নেবে আমাদের ডিসকম। আর আপনার অ্যাকাউন্টে সেই টাকা জমা পড়বে। প্রতিটি রাজ্যেই রয়েছে ডিসকম। এর মাধ্যমেই দেশের বিভিন্ন গ্রামে বিদ্যুৎ সরবরাহ করা হয়।” এর পাশাপাশি, তিনি এটাও জানান যে, এই প্রকল্পের মাধ্যমে ১৭ লক্ষ কর্মসংস্থান তৈরি হবে।

আরও পড়ুন: শামিকে ঘিরে আশঙ্কার মেঘ? আর কোনওদিন বিশ্বকাপ খেলতে পারবেন না তিনি? বড় আপডেট BCCI-এর

প্রতিটি পরিবারে হবে লাভ: কেন্দ্রীয় মন্ত্রীর মতে, প্রতি মাসে বিনামূল্যে ৩,০০ ইউনিট বিদ্যুৎ পাওয়া যাবে। ফলে বিদ্যুতের খরচ বাঁচার পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ তৈরি হলে ও নেট মিটারের মাধ্যমে বিক্রি করা হলে, তখন টাকা পাওয়া যাবে। এমতাবস্থায়, যদি কেউ প্রতি মাসে ১,৮৭৫ টাকা পান, সেটার মধ্যে থেকে ঋণ বাবদ EMI দিয়ে হচ্ছে ৬১০ টাকা। সেক্ষেত্রে প্রতি মাসে ১,২৬৫ টাকা বাঁচবে। বাৎসরিক ক্ষেত্রর এই পরিমাণ পৌঁছে যাবে ১৫,০০০ টাকায়। পাশাপাশি, বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুতের বিষয়টি ধরলে বছরে আরও ৭,২০০ টাকার সাশ্রয় ঘটবে।

আরও পড়ুন: “ওয়ান চায়ে প্লিজ”, ডলির কাছ থেকে চায়ের তৃষ্ণা মেটালেন বিল গেটস! ভারতের করলেন ভূয়সী প্রশংসা

কিভাবে সোলার প্ল্যান্ট লাগাবেন:  এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, “প্রধানমন্ত্রী সূর্য ঘর: মুফত বিজলি প্রকল্প”-র মাধ্যমে যাবতীয় সুযোগ-সুবিধা পাওয়ার জন্য pmsuryaghar.gov.in-তে রেজিস্ট্রেশন করতে হবে। এমতাবস্থায়, যাঁরা নিজেদের ছাদে সোলার প্ল্যান্ট বসাতে ইচ্ছুক, তাঁদের ওই পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। পাশাপাশি, কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে, আবেদনের পর সংশ্লিষ্ট বাড়িতে মিটার বসানো হবে এবং সংশ্লিষ্ট পরিবারের অ্যাকাউন্টে ডিসকমের তরফে টাকা পাঠিয়ে দেওয়া হবে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর