বিজেপি ক্ষমতায় এলে তৃণমূলের একটি প্রকল্প বাদে সমস্ত প্রক্লই চালু থাকবে! কোচবিহারে বললেন মোদী

বাংলা হান্ট ডেস্কঃ  আজ রাজ্যে তৃতীয় দফায় তিন জেলার ৩১টি আসনে নির্বাচন হচ্ছে। আর আজকের দিনেই রাজ্যে নির্বাচনী প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে তিনি কোচবিহারের রাসমেলার মাঠে একটি জনসভা করবেন। এরপর দ্বিতীয় সভাটি হাওড়ার ডুমুরজলায় করবেন তিনি।

  • কোচবিহারের রাসমেলা ময়দান থেকে প্রধানমন্ত্রী মোদী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাতে নেন। তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণ করার অভিযোগ তুলে বলেন, আপনি বলছেন মুসলিমদের একজোট হয়ে ভোট দিতে। আমি যদি বলি হিন্দুরা একজোট হয়ে বিজেপিকে ভোট দিন, তাহলে কেমন হত?”
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোচবিহারের জনসভায় ভাষণ দেওয়ার সময় এক বয়স্ক মহিলা অসুস্থ হয়ে পড়েন। প্রধানমন্ত্রীর নজরে এই ঘটনা আসার পর তিনি নিজের ভাষণ থামিয়ে দেন। এরপর তিনি বলেন, ‘আমার সঙ্গে যেই ডাক্তাররা এসেছেন, তাঁরা একটু দেখুন। ওই মা কে জল দিন। ওনার দেখভাল করুন। আমার টিমের ডাক্তাররা ওনার কাছে যান এখুনি।”

  • নরেন্দ্র মোদী কোচিবিহারের জনসভা থেকে বলেন, দিদি চারিদিকে বলে বেরাচ্ছেন বিজেপি ক্ষমতায় এলে সমস্ত প্রকল্প সুবিধা বন্ধ করে দেবে। আমি আপনাদের আশ্বস্ত করছি যে, কোনও প্রকল্প বন্ধ হবে না। সব প্রকল্পই চালু থাকবে। কৃষক, মহিলা, পড়ুয়ারা যা যা সুবিধা পেয়ে এসেছেন, সব পাবেন। টাকার পরিমাণ আগের থেকে বাড়বে।
  • নরেন্দ্র মোদী বলেন, তৃণমূল সরকারের একটাই প্রকল্প বন্ধ হবে, সেটা হল কাটমানি প্রকল্প।

 

  • নরেন্দ্র মোদী বলেন, যেদিন আপনার দলের তরফ থেকে বলা হয়েছিল যে, আপনি বারাণসী থেকে নির্বাচনে দাঁড়াচ্ছেন ২০২৪-এ। সেদিনই সবাই বুঝে গেছিল যে, আপনি এবার বাংলা থেকে বিদায় নিচ্ছেন।
  • আপনি জনসভায় এতদিন ধরে আমাকে নিয়ে যা যা বলেছেন, সেটা আমি বললে আমাকেও নির্বাচন কমিশনের তরফ থেকে নোটিশ পাঠানো হত। সংবাদপত্র জুড়ে আমার সমালোচনা হত।
  • নন্দীগ্রামের বুথে আপনার কীর্তি সবাই দেখছে। ওটা দেখেই সবাই বুঝে গিয়েছিল যে, আপনি হারছেন।
  • ২ মে তৃণমূলের বিদায় নিশ্চিত। প্রথম আর দ্বিতীয় দফার নির্বাচনে বাংলার মানুষ দুহাত ভরে বিজেপিকে ভোট দিয়েছেন। আর আজকের দিনেও তাই হচ্ছে। বাংলায় বিজেপির জয় নিশ্চিত। বাংলায় বিজেপির এমন ঢেউ উঠছে, যাতে তৃণমূল আর দিদির গুন্ডা বাহিনী ভেসে গেছে।

Koushik Dutta

সম্পর্কিত খবর