বাংলাহান্ট ডেস্ক : কেমন কাটবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী দিনগুলি? সেটাই এবার গণনা করে ভবিষ্যৎ বাণী করলেন জ্যোতিষী রুদ্রকরণ প্রতাপ। রাশিয়া ইউপিএনের যুদ্ধ হোক কিংবা কেজরিওয়ালের জেল যাত্রা, রুদ্রকরণের এমন অনেক ভবিষ্যৎবাণী রয়েছে যা কিন্তু ইতিমধ্যেই মিলে গিয়েছে। এই জ্যোতিষী শনিবার রাত সাড়ে এগারোটা নাগাদ প্রধানমন্ত্রীর ভবিষ্যৎবাণী শেয়ার করেছেন টুইটারে। সোশ্যাল দুনিয়ায় ভাইরাল হয়েছে সেই ভবিষ্যৎবাণী।
রুদ্রকরণের ভবিষ্যৎবাণী এখন রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। জ্যোতিষী মোদীর কুষ্টি বিচার করে বলেছেন, মঙ্গল মহাদশার মধ্য দিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি আরোও বলেন, ২০২৫ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধার করবে ভারত। বিজেপি সাংসদ তেজস্বী সূর্য থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন এই জ্যোতিষীর অনুগামীরা তালিকায়।
আরোও পড়ুন : দুর্দান্ত ঘোষণা ভারতীয় রেলের! তিরুপতির উদ্দেশ্যে চলবে স্পেশ্যাল ট্রেন, প্রকাশ্যে এল রুট সহ সময়সূচি
এদিন এক্স হ্যান্ডেলে জ্যোতিষী রুদ্র লেখেন, “জ্যোতিষ শাস্ত্র মতে, প্রধানমন্ত্রী মোদী বর্তমানে মঙ্গল মহাদশার মধ্য দিয়ে যাচ্ছেন। ২০২৫ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে পাক অধিকৃত কাশ্মীরের জমি সমস্যার সমাধান হতে পারে।” ২০২৪ সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে আবারও সরকার প্রতিষ্ঠিত হবে বলেও জানান তিনি। এক্স হ্যান্ডেলে রুদ্র লিখলেন, “প্রধানমন্ত্রী মোদী ২০২৪ সালে আরও একটি মেয়াদ যে পাবেন, তা নিশ্চিতভাবে বলা যায়।”
আরোও পড়ুন : শিক্ষকদের জন্য দারুণ খবর, বড় ঘোষণার পথে রাজ্য সরকার! তবে রয়েছে একটি দুশ্চিন্তা
সেখানে ওই জ্যোতিষী আরোও লিখেছেন, ২০২৭ সালে যোগী নাকি প্রধানমন্ত্রীর পদে বসতে পারেন। যদিও তখন মোদীর অবস্থান কি হবে সেটা বলেননি তিনি। প্রসঙ্গত, ২০২২ সালের মার্চ নাগাদ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে এক টুইট করেন রুদ্র। তাঁর দাবি ছিল, “২০২৪ সালের মার্চ থেকে অপ্রত্যাশিত ধাক্কার মুখোমুখি হতে হবে কেজরিওয়ালকে।” ২০২৪ সালের ২১ মার্চ আবগারি দুর্নীতি মামলার গ্রেপ্তার হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। তাই স্বাভাবিকভাবেই রুদ্রর ভবিষ্যৎ বাণী নিয়ে উঠেছে প্রশ্ন।
Astrologically, Prime Minister Modi is currently going through his Mars Mahadasha. It is speculated that land-related matters will be a significant focus during this period. Pakistan-occupied Kashmir (POK), might potentially be integrated into India between April 2025 – September… pic.twitter.com/OgsewOFrzF
— Rudra Karan Partaap🇮🇳 (@Karanpartap01) April 6, 2024
উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইমরান খানের সিংহাসন হারানো থেকে শুরু করে, ২০২২ সালে উত্তরপ্রদেশ বিধানসভার ফল, ২০২২ সালে পাঞ্জাব আইনসভা নির্বাচন, ২০২২ সালে বিশ্ব বন্যা, ইউরোপে অর্থনৈতিক পতনের প্রাথমিক লক্ষণ- সব ক্ষেত্রেই রুদ্রর ভবিষ্যৎ বাণী মিলে গিয়েছিল। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতন হবে কোন দাবি করেছিলেন তিনি। যদিও সেই কথা মেলেনি।