বাংলা হান্ট ডেস্কঃ আজ নতুন বছরের প্রথম দিনেই কৃষকদের জন্য একগুচ্ছ ঘোষণা করেছেন কেন্দ্রের মোদি (Narendra Modi) সরকার। ইংরেজি নববর্ষের প্রথম দিনেই কৃষকদের জন্য বিরাট বড় উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একদিকে কৃষকদের সস্তায় রাসায়নিক সার দিতে যেমন বরাদ্দ বাড়ানো হয়েছে তেমনি নির্ধারণ করে দেওয়া হয়েছে সারের দাম।
বছরের প্রথম দিনেই বিরাট ঘোষণা মোদীর (Narendra Modi)!
পাঞ্জাব হরিয়ানায় জুড়ে লাগাতার চলছে কৃষক আন্দোলন। চলতি সপ্তাহেই পাঞ্জাব জুড়ে চলেছিল অবরোধ। তারপরেই নতুন বছরের একেবারে শুরুতেই কৃষকদের জন্য একরাশ উপহার তুলে দিলেন কেন্দ্রের মোদি সরকার। আজই প্রধানমন্ত্রীর (Narendra Modi) নেতৃত্বে প্রথম ক্যাবিনেট বা মন্ত্রিসভার বৈঠক হয়। সেখান থেকেই কৃষকদের জন্য একগুচ্ছ ঘোষণা করা হয়েছে।
এদিন কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে কৃষকদের যাতে সস্তায় রাসায়নিক সার বা ডি-অ্যামোনিয়াম ফসফেটের যোগান যাতে থাকে তা নিশ্চিত করতে নতুন করে ৩৮৫০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। এছাড়াও বেঁধে দেওয়া হয়েছে ডিএপি সারের দাম-ও। জানা যাচ্ছে ৫০ কেজির বস্তার দাম পড়বে ১৩৫০ টাকা।
আন্তর্জাতিক বাজারে এই সমস্ত রাসায়নিক সারের দাম একেবারে আকাশ ছোঁয়া। যা ছুঁলেই রীতিমতো আগুন। খোলা বাজারে রাসায়নিক সারের (DAP) ৫০ কেজি বস্তার দাম ৩০০০ টাকারও বেশি। তাই এবার কৃষকদের সাহায্য করার জন্যই যাতে কম দামে এই সমস্ত সারের যোগান দেওয়া যায় তাই এবার থেকে সারের দাম বেঁধে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকার অতিরিক্ত টাকা ভর্তুকি হিসেবে বহন করবে।
আরও পড়ুন: নিমন্ত্রণ পেয়েও এলেন না অনুব্রত…! ৫ কেজি ওজনের রুপোর মুকুট উপহার পেলেন কাজল শেখ
অন্যদিকে বরাদ্দ বেড়েছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার। এক্ষেত্রে বরাদ্দের পরিমাণ বাড়িয়ে করা হয়েছে ৬৯ হাজার ৫১৫ কোটি টাকা। এরমধ্যে প্রযুক্তিগত আধুনিকীকরণের জন্য বরাদ্দ করা হয়েছে ৮০০ কোটি টাকা। বর্তমানে আমাদের দেশের মোট ২৩ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই ফসল বিমা যোজনা চালু রয়েছে।
কৃষি ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে ৮২৪.৭৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রসঙ্গত ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি-র দাবিতে সেই কৃষক আন্দোলনের সময় থেকেই পথে নেমেছেন কৃষকরা। সেই দাবি এখনও পূরণ না হলেও সারের জন্য বরাদ্দ বাড়ানোয় অনেকটাই স্বস্তি পেতে চলেছেন কৃষকরা।