বাংলাহান্ট ডেস্কঃ নরেন্দ্র মোদী সরকার (Narendra modi) দেশের উন্নিতর জন্য বিভিন্ন সময় বিভিন্নরকম প্রকল্পের সূচনা করেছেন। চাষের ক্ষেত্রে কৃষকদের কথা মাথায় রেখে, তাঁদের বিভিন্নরকম সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য নতুন নিয়ম করা হল। বদলে গেল প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা (Fasal Bima Yojana)। কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেন, যোজনার অধীনে ৬০,০০০ কোটি টাকার বিমা মঞ্জুর করা হয়েছে এবং ১৩,০০০ কোটি টাকার প্রিমিয়াম ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে।
২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আনা ফসল বিমা যোজনায় কৃষকেরা ঋণের আঁওতায় পড়েছেন। সমস্ত কৃষকদের এই ঋণ ঙ্কিতে বাধ করা হয়। যার ফলস্বরূপ ৫০০ জনের মধ্যে ৫৮ জন কৃষকই এই প্রকল্পে ঋণগ্রস্থ হয়ে পড়েন। কৃষকদের কথা মাথায় রেখে তাই এই প্রকল্পের পরিবর্তন করে আনার হয় নতুন নিয়ম। নতুন বিমায় ৩০ শতাংশ চাষযোগ্য জমি অন্তর্ভুক্ত করা হয়েছে।
কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং (Narendra shing) তোমার জানান, কেন্দ্রীয় মন্ত্রিসভা ও রাজ্য প্রধানমন্ত্রীর তৈরি করা যোজনার বিরুদ্ধে একাধিক প্রশ্ন তুলেছিল। তাই আগের প্রকল্পে প্রভূত পরিবর্তন করে এই নতুন বমার ব্যবস্থা করা হয়।
এ বছরের বাজেট পেশের সময়েও এই যোজনার কথা উল্লেখ করে নির্মলা সীতারমণ (Nirmala Sitaraman) বলেন, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার মধ্যে ৬.১১ কোটি কৃষক রয়েছে। এছাড়াও ১০০ টি জলের সমস্যা রয়েছে এমন জেলায় বিশেষ ব্যবস্থা নেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল। পাশাপাশি কৃষি ক্ষেত্রে চাষিদের সার ব্যবহার ও জল ব্যবহারের ক্ষেত্রে নিয়ন্ত্রণ আনতে হবে, একথাও বাজেটে বলেন অর্থমন্ত্রী। কৃষকদের জন্য ভিলেজ স্টোরেজ স্কিম আনার বিষয়েও আলোচনা করা হয়।