বাংলা হান্ট ডেস্ক: এবার আরও একটি দুর্ধর্ষ রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, তিনি এখনও পর্যন্ত ১৭ টি দেশের সংসদে ভাষণ দিয়েছেন। এটি তাঁর প্রত্যেক কংগ্রেস পূর্বসূরীদের দেওয়া ভাষণের মোট সংখ্যার সমান। গত বুধবার সরকারি সূত্র এই তথ্য জানিয়েছে। উল্লেখ্য যে, প্রধানমন্ত্রী মোদীর ৫ দেশের সফর বৃহস্পতিবার শেষ হচ্ছে। এই সফরে মোদী ঘানা থেকে শুরু করে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এবং নামিবিয়ার সংসদে ভাষণ দেন।
প্রধানমন্ত্রীর (Narendra Modi) মুকুটে যুক্ত হল নতুন পালক:
কী জানা গিয়েছে: ইতিমধ্যেই সূত্র জানিয়েছে যে কংগ্রেস দলের সঙ্গে যুক্ত প্রধানমন্ত্রী মনমোহন সিং অন্য দেশের সংসদে ৭ বার, ইন্দিরা গান্ধী ৪ বার, জওহরলাল নেহেরু ৩ বার, রাজীব গান্ধী ২ বার এবং পিভি নরসিমহা রাও ১ বার ভাষণ দিয়েছিলেন।এভাবে, কংগ্রেসের ৫ জন প্রধানমন্ত্রী প্রায় ৭ দশকে মোট ১৭ বার বিদেশি সংসদে ভাষণ দিয়েছেন। আধিকারিকরা জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) নিজেই ১৭ টি দেশের সংসদে ভাষণ দিয়েছেন।
উন্নত ও উন্নয়নশীল দেশের সংসদে ভাষণ দিয়েছেন মোদী: সূত্র জানিয়েছে যে, মোদী (Narendra Modi) উন্নত ও উন্নয়নশীল দেশের সংসদে ভাষণ দিয়েছেন। যা বর্তমানে ভারতের বিস্তৃত বিশ্বব্যাপী সম্মান এবং প্রাসঙ্গিকতার প্রতিফলন ঘটায়। এই প্রসঙ্গে একজন আধিকারিক জানিয়েছেন, “ভারত ‘গ্লোবাল সাউথ’-এর একাধিক দেশের স্বাধীনতা সংগ্রামের সময়ে তাদের পাশে দাঁড়িয়েছে। তারা তখনও আমাদের কথা শুনেছিল এবং আজও আমাদের কথা শুনতে চায়। বিশেষ করে আমাদের গণতান্ত্রিক ও উন্নয়ন যাত্রা সম্পর্কে।” প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) যেসব দেশের সাংসদদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, তার মধ্যে রয়েছে আমেরিকা, অস্ট্রেলিয়া, ব্রিটেন, নেপাল, মঙ্গোলিয়া, ভুটান, শ্রীলঙ্কা, মরিশাস, মলদ্বীপ, গায়ানা, ফিজি এবং উগান্ডা।
আরও পড়ুন: ১৪ বছর বয়সেই খ্যাতির শীর্ষে! বৈভব সূর্যবংশীর সঙ্গে সাক্ষাতের জন্য ২ কিশোরী যা করল…
আলোচনা, অংশীদারিত্বই ভবিষ্যৎ গড়বে; মোদী: নামিবিয়ার সংসদের এক যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বুধবার বলেন যে, উভয়পক্ষকে ক্ষমতা এবং আধিপত্যের ওপর ভিত্তি করে নয়, বরং অংশীদারিত্ব এবং আলোচনার মাধ্যমে ভবিষ্যত গড়ে তুলতে একসাথে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী মোদী বলেন, আফ্রিকা কেবল কাঁচামালের উৎস হওয়া উচিত নয়। বরং মূল্য সংযোজন এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রেও তার নেতৃত্ব দেওয়া উচিত। প্রধানমন্ত্রীর মতে, “আমাদের একসঙ্গে কাজ করতে হবে। আসুন আমরা এমন একটি ভবিষ্যৎ গড়ে তুলি যা ক্ষমতার দ্বারা নয় বরং অংশীদারিত্বের দ্বারা, আধিপত্যের দ্বারা নয় বরং আলোচনার দ্বারা, বর্জনের দ্বারা নয় বরং সমতার দ্বারা নির্ধারিত হয়।”
আরও পড়ুন: “ট্রান্সফার করিয়ে দেব”, সরকারি হাসপাতালে কাঞ্চনের “দাদাগিরি”, প্রশ্নের মুখে তৃণমূল বিধায়ক
প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) আরও জানান যে, ভারত প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে আফ্রিকার সঙ্গে সহযোগিতা সম্প্রসারণের জন্য উন্মুখ। তিনি বলেন, “আফ্রিকায় আমাদের উন্নয়ন অংশীদারিত্বের মূল্য ১২ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। কিন্তু এর আসল মূল্য নিহিত আছে অংশীদারিত্বের মাধ্যমে করা বৃদ্ধি এবং উদ্দেশ্যের মাধ্যমে। আমরা স্থানীয় পর্যায়ে দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্ভাবনে সহায়তা অব্যাহত রাখব।” এর পাশাপাশি মোদী তাঁর ভাষণে ভারত ও নামিবিয়ার মধ্যে শক্তিশালী ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথাও বিস্তারিতভাবে উপস্থাপিত করেন।