প্রচারে ঝড় তুলতে রাজ্যে একসঙ্গে মোদী-যোগী, হবে একাধিক রোড শো আর জনসভা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে দুই দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামী ৬ এপ্রিল তৃতীয় দফার নির্বাচন হতে চলেছে। তৃতীয় দফার নির্বাচনের আগে রাজ্যে প্রচারে ঝড় তুলতে চলেছে বিজেপি। আজই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, গৌতম গম্ভীর এবং সাংসদ রবি কিষাণ বাংলায় আসতে চলেছেন। আরেকদিকে, নন্দীগ্রামে প্রচারপর্ব শেষ করে এবার বাংলার বাকি আসনগুলোতে প্রচারের ঝাঁপিয়ে পড়তে চলেছেন শুভেন্দু অধিকারীও।

আজ বাংলায় ব্যাক-টু-ব্যাক দুটি জনসভা করবেন প্রধানমন্ত্রী মোদী। দুপুর তিনটে নাগাদ হুগলির হরিপালে সভা করবেন প্রধানমন্ত্রী মোদী। আর দ্বিতীয় সভাটি বিকেল সাড়ে চারটে নাগাদ সোনারপুর দক্ষিণে করবেন তিনি। হুগলি জেলাকে পাখির চোখ করে রেখেছে বিজেপি। ফেব্রুয়ারি মাসে হুগলিতে একটি সভা করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। তবে সেবার প্রার্থীর নাম ঘোষণা হয়েছিল না। এবার তারকেশ্বর, হরিপাল, সিঙ্গুরের দলীয় প্রার্থীর জন্য প্রচার করবেন প্রধানমন্ত্রী।

এছাড়া বিকেল সাড়ে চারটে নাগাদ সোনারপুর দক্ষিণে বিজেপির তারকা প্রার্থী অঞ্জনা বসুর সমর্থনে একটি সভা করবেন প্রধানমন্ত্রী। সোনারপুরের এই সভায় দক্ষিণ ২৪ পরগনার প্রার্থীদেরও থাকার কথা। আরেকদিকে, আজ রাজ্যে আসছেন যোগী আদিত্যনাথ। উলুবেড়িয়া, হাওড়া দক্ষিণ, ফলতা এবং কুলতলিতে একটি করে সভা করার কথা ওনার। এছাড়াও বিজেপির সাংসদ গৌতম গম্ভীর বাগনান এবং সাঁকারাইলে একটি করে রোড শো করবেন।

X