বাড়ি বসেই পাবেন ৩৬ হাজার টাকা পেনশন! গরীব মানুষের জন্য ফের কল্পতরু নরেন্দ্র মোদি

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ নরেন্দ্র মোদির (Narendra modi) নেতৃত্বে সরকার ক্ষমতায় আসার পর থেকেই গরীব খেটে খাওয়া মানুষের সুবিধার জন্য একের পর এক স্কিম নিয়ে এসেছে। এবার মোদি সরকার নিয়ে এল এমন এক পেনশন (pension) স্কিম যেখানে বাড়ি বসেই আপনি পেয়ে যাবেন ৩৬ হাজার টাকা।

করোনা পরিস্থিতিতে দেশের ২০ লাখের বেশী কৃষকদের জন্য এই স্কিম এনেছে মোদি সরকার। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানা গিয়েছে যে, দেশের মোট 20 লক্ষ 41 হাজার কৃষকদের বার্ষিক 36,000 টাকা পেনশন দিবে মোদি সরকার। ইতিমধ্যেই বহু লোক এই স্কিমের অন্তর্ভুক্ত হয়েছেন বলে জানা যাচ্ছে।

জানা গিয়েছে, নিবন্ধিত মহিলার সংখ্যা ৬ লাখ ৩৬ হাজারের বেশী। শুধুমাত্র হরিয়ানাতেই ৪ লাখের বেশি কৃষক ইতিমধ্যেই রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছেন। ঝাড়খন্ডে সংখ্যাটি ৩ লাখের অধিক৷ নিবন্ধিত কৃষকদের বেশিরভাগের বয়সই ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে।

বিশদে জেনে নিন স্কিমটি
• 18 থেকে 40 বছর বয়সের মধ্যে কৃষক যাদের 5 একর অর্থাৎ 2 হেক্টর জমি আছে তারা আবেদন করতে পারবে
• ২০ বছর বয়সীদের ক্ষেত্রে সর্বনিম্ন ৫৫, ৪০ বছর বয়সী দের ক্ষেত্রে সর্বোচ্চ ২০০ টাকা বিনিয়োগ করতে হবে।
• কৃষকের আধার কার্ড, জমির কাগজের ফটোকপি, দু’কপি ফটো এবং ব্যাংকের পাসবুক লাগবে রেজিষ্ট্রেশন করতে।
• রেজিষ্ট্রেশন হয়ে গেলে দেওয়া হবে পেনশন ইউনিক নাম্বার এবং পেনশন কার্ড
• ৬০ বছরের পর মাসিক ৩ হাজার টাকা পাওয়া যাবে। কৃষকের মৃত্যু হলে তার স্ত্রী পাবেন ৫০%। স্কিম ছেড়ে বেরিয়ে আসতে চাইলে মিলবে সুদ সহ গোটা টাকাই।

X