বাংলাহান্ট ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বুধবার পা দিলেন ৭৫ বছরে। বিশেষ এই দিনটি ঘিরে দেশজুড়ে এবং আন্তর্জাতিক পরিসরে তাঁকে শুভেচ্ছা জানাতে ভোলেননি কেউই। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi murmu) থেকে শুরু করে শাসক দলের শীর্ষ নেতৃত্ব এবং বিরোধী রাজনৈতিক নেতারাও একে একে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীরাও শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন মোদিকে।
৭৫-এ পা প্রধানমন্ত্রীর (Narendra Modi)
এদিন সকালেই প্রধানমন্ত্রীকে (Narendra Modi) শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, “ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার কঠোর পরিশ্রম এবং অসাধারণ নেতৃত্ব দেশকে মহান লক্ষ্যের পথে এগিয়ে যাওয়ার দিশা দেখিয়েছে। আজ গোটা বিশ্ব ভারতের মতাদর্শে আস্থা রাখছে। আমি প্রার্থনা করি আপনি সুস্থ ও দীর্ঘায়ু হোন এবং আপনার নেতৃত্বে ভারত আরও অগ্রগতির শিখরে পৌঁছক।”
President Droupadi Murmu tweets, “Heartfelt birthday greetings and best wishes to Prime Minister Narendra Modi. By exemplifying the pinnacle of hard work through your extraordinary leadership, you have instilled a culture of achieving great goals in the country. Today, the global… pic.twitter.com/wUHpZyvHZQ
— ANI (@ANI) September 17, 2025
শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাঁর বার্তায় লেখা, “ত্যাগ ও নিষ্ঠার প্রতীক, লক্ষ লক্ষ দেশবাসীর অনুপ্রেরণা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ৭৫তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা। পাঁচ দশকেরও বেশি সময় ধরে তিনি দেশবাসীর কল্যাণের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। ‘রাষ্ট্র সবার আগে’—এই মতাদর্শের জীবন্ত অনুপ্রেরণা প্রধানমন্ত্রী।” প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লিখেছেন, “কিছু অভিজ্ঞতা ইতিহাসের গতিপথ নির্ধারণ করে। ঝাঁসিতে মোদির বক্তৃতা শোনার সময় আমি ভবিষ্যতের নেতৃত্বের স্ফুলিঙ্গ দেখেছিলাম। শৃঙ্খলা, সংগঠনের প্রতি নিষ্ঠা, জ্ঞান এবং প্রতিটি বাধাকে চ্যালেঞ্জ করার সাহস তাঁকে ভারতকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার উপযুক্ত নেতা করেছে।”
कुछ अनुभव ऐसे होते हैं जो इतिहास की दिशा तय कर देते हैं। प्रधानमंत्री श्री @narendramodi जी से जुड़ा मेरा पहला अनुभव भी ऐसा ही था।झाँसी में उनके भाषण में मैंने भविष्य के नेतृत्व की चमक देखी थी। अनुशासन, संगठन के प्रति समर्पण, गहन ज्ञान और हर चुनौती को स्वीकार करने का साहस, यही… pic.twitter.com/XVc1kLy4Hf
— Rajnath Singh (@rajnathsingh) September 17, 2025
আজকের দিনে ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকা সত্ত্বেও বিরোধী নেতারাও প্রধানমন্ত্রীর (Narendra Modi) জন্মদিনে উষ্ণ শুভেচ্ছা বার্তা জানিয়েছেন । কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) এক্স হ্যান্ডেলে লিখেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা। ঈশ্বর তাঁকে সুস্থ রাখুন এবং দীর্ঘায়ু দিন।” বিরোধী দলনেতা রাহুল গান্ধীও শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনে অনেক শুভেচ্ছা।” তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandopadhyay) লিখেছেন, “মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে রইল শুভেচ্ছা ও শুভকামনা।”
মাননীয় প্রধানমন্ত্রী @narendramodi র জন্মদিনে রইল শুভেচ্ছা ও শুভকামনা।
Greetings to Hon’ble PM Shri @narendramodi Ji on his birthday.
— Abhishek Banerjee (@abhishekaitc) September 17, 2025
আরও পড়ুন:আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল SSKM, আনন্দ উদযাপন করতে ১০ লক্ষ টাকা উপহার মুখ্যমন্ত্রীর
তবে এই শুভেচ্ছা বার্তার জোয়ার শুধুমাত্র দেশেই থেমে থাকেনি, বিদেশ থেকেও বিভিন্ন বিশ্বনেতারা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) মঙ্গলবার রাতেই মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান। বুধবার সকালে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন একটি ভিডিও বার্তায় বলেন, “নমস্কার, আমার প্রিয় বন্ধু প্রধানমন্ত্রী মোদি। আমার এবং নিউজিল্যান্ডের মানুষের পক্ষ থেকে আপনাকে ৭৫তম জন্মদিনের শুভেচ্ছা।” অস্ট্রেলিয়া থেকেও বার্তা এসেছে।
Best wishes to Prime Minister, Shri Narendra Modi Ji on his birthday.
May he be blessed with good health and long life.@narendramodi
— Mallikarjun Kharge (@kharge) September 17, 2025
প্রধানমন্ত্রীর (Narendra Modi) জন্মদিন উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচি আয়োজন করেছে বিজেপি। রাজ্যে রাজ্যে ‘সেবা দিবস’-এর অংশ হিসেবে রক্তদান শিবির, বৃক্ষরোপণ ও নানা সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। মোদির ৭৫তম জন্মদিনকে কেন্দ্র করে এই উৎসবমুখর পরিবেশে তাঁকে শুভেচ্ছা জানিয়ে দেশ-বিদেশের শুভানুধ্যায়ীরা আরও একবার তুলে ধরলেন তাঁর নেতৃত্বের প্রভাব ও জনপ্রিয়তা।