যুগের অবসান, শোকপ্রকাশ করে দিলীপ কুমারকে স্মরণ মোদী-মমতা-অমিতাভের

বাংলাহান্ট ডেস্ক: বুধবার সকালেই দুসংবাদ পেল বিনোদন জগৎ। দীর্ঘ রোগভোগের প‍র প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার (dilip kumar)। বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি। মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। দীর্ঘদিন ধরে এই হাসপাতালেই ভর্তি ছিলেন অভিনেতা। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমেছে বলিউডে। শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi), মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় (mamata banerjee) থেকে বলি তারকারা।

টুইটে শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী লেখেন, ‘একজন সিনেম‍্যাটিক কিংবদন্তী হিসেবে মনে রাখা হবে দিলীপ কুমারকে। অপরিসীম প্রতিভার অধিকারী ছিলেন তিনি, প্রজন্মের পর প্রজন্ম মুগ্ধ হয়েছে তাঁকে দেখে। তাঁর প্রয়াণে আমাদের সাংষ্কৃতিক জগতের একটা বড় ক্ষতি। তাঁর পরিবার, বন্ধু ও অগণিত অনুরাগীদের সমবেদনা জানাই। তাঁর আত্মার শান্তি কামনা করি।’

dilip
টুইট করেছেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। লিখেছেন, ‘সিনেমার পথপ্রদর্শকের প্রয়াণে বিমর্ষ। বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারজির প্রয়াণে গভীর শোকাহত। তাঁর অনবদ‍্য অভিনয় প্রজন্মের পর প্রজন্ম ধরে সিনেমা প্রেমীদের মনে গেঁথে থাকবে। সায়রা বানু, তাঁর পরিবার ও অসংখ‍্য ভক্তকে আমার সমবেদনা জানাই।’

শোকের পরিবেশ বলিউড ইন্ডাস্ট্রিতে। শোকস্তব্ধ আরেক বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। টুইটে তিনি লিখেছেন, ‘এক প্রতিষ্ঠান চলে গেল। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাস কখনো লেখা হলে সবসময় ‘দিলীপ কুমারের আগে’ ও ‘দিলীপ কুমারের পরে’ হিসেবেই লেখা হবে। তাঁর আত্মার শান্তি কামনা করি ও এই ক্ষতি সামলানোর জন‍্য তঁর পরিবারের জন‍্য শক্তি প্রার্থনা করি। গভীর শোকাহত।’

টুইটে শোকপ্রকাশ করে অক্ষয় কুমার লিখেছেন, সারা পৃথিবীর অন‍্য মানুষদের কাছে অনেকেই নায়ক হতে পারেন, কিন্তু অভিনেতাদের কাছে দিলীপ কুমারই ছিলেন আসল নায়ক। তাঁর সঙ্গে সঙ্গে ভারতীয় চলচ্চিত্রের একটা গোটা যুগের অবসান হল। প্রয়াত অভিনেতার পরিবারের জন‍্য প্রার্থনা করেছেন অক্ষয়।

Niranjana Nag

সম্পর্কিত খবর