‘এলিফ্যান্ট হুইসপারার্স’দের সঙ্গে দেখা করতে হাজির খোদ প্রধানমন্ত্রী! শুঁড় দিয়ে আদরে ভরাল অস্কারজয়ী হস্তিশাবক রঘু

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অস্কারের মঞ্চে ভারতের জোড়া জয়ের নেপথ্যে অন্যতম কাণ্ডারী ছিল ‘দ্য এলিফ্যান্ট হুইসপারার্স’ (The Elephant Whisperers)। এক অনাথ হস্তিশাবক এবং তার পালক দম্পতির অনবদ্য বাস্তব কাহিনি মন ছুঁয়ে গিয়েছিল বিশ্বের তাবড় সিনে বিশেষজ্ঞদের। ফলস্বরূপ সেরা স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে ভারতের মুখ উজ্জ্বল করে অস্কার জিতে নিয়েছে ‘দ্য এলিফ্যান্ট হুইসপারার্স’। এবার চর্চার কেন্দ্রে থাকা হস্তিশাবক রঘু এবং পালক দম্পতি বোম্মান এবং বেলির সঙ্গে দেখা করতে হাজির হলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

তামিলনাড়ুর থেপ্পাকাডু এলিফ্যান্ট ক্যাম্পের প্রধান আকর্ষণ এখন রঘু। হস্তিশাবকটির মা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। তারপরেই অনাথ শাবকটিকে আপন করে নেন বোম্মান এবং বেলি। মানুষ এবং চারপেয়ের মধ্যে এমন স্নেহের বন্ধন গড়ে উঠতে পারে তা এই দম্পতিকে না দেখলে বিশ্বাস করাই যায় না। রঘু তাঁদের আপন সন্তান হয়ে উঠেছে।

the elephant whisperers

রঘুকে কীভাবে তাঁরা যত্ন করে লালন পালন করেন তা ইতিমধ্যেই দেখে নিয়েছে গোটা বিশ্ব। এবার অস্কারজয়ীদের সঙ্গে আলাপ করতে পৌঁছালেন প্রধানমন্ত্রী মোদী। ঘুরে দেখলেন থেপ্পাকাডু এলিফ্যান্ট ক্যাম্প। কথা বললেন, ছবি তুললেন বোম্মান ও বেলি দম্পতির সঙ্গে। শুধু তাই নয়, রঘু এবং বোম্মির সঙ্গেও ছবি তুলেছেন প্রধানমন্ত্রী। তাদের গায়ে হাত বুলিয়ে দিয়েছেন। পালটা শুঁড় দিয়ে প্রধানমন্ত্রীর প্রতি ভালবাসা প্রকাশ করেছে রঘু।

সব ছবি শেয়ার করে টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘বোম্মান এবং বেলি আর তাঁদের সঙ্গে বোম্মি ও রঘুর সঙ্গে দেখা করে খুব ভাল লাগল’। প্রধানমন্ত্রীর এই টুইটটি বেশ ভাইরাল হয়েছে। অস্কারজয়ী হস্তিশাবককে দেখে আপ্লুত নেটিজেনরাও।

প্রসঙ্গত, কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে এলিফ্যান্ট ক্যাম্পে পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী। তাঁর আসার জন্য এলাকার সব হোটেল, এলিফ্যান্ট সাফারিতে গত ৭ থেকে ৯ এপ্রিল পর্যন্ত পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। তার আগে বোম্মান, বেলি এবং রঘুর সঙ্গে দেখা করে গিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনও। দম্পতির হাতে এক লক্ষ টাকা করে পুরস্কারও তুলে দিয়েছিলেন তিনি।

সম্পর্কিত খবর

X