UCC বিরোধীদের মাথায় বাজ! এবার ‘এক দেশ এক আইন” নিয়ে মুখ খুললেন খোদ প্রধানমন্ত্রী

বাংলা হান্ট ডেস্ক : ফের রাজনৈতিক মহল সরগরম অভিন্ন দেওয়ানি বিধি। গুজরাট (Gujarat) বিধানসভা নির্বাচনের আগে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার বার্তা দিয়েছিলেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ইতিমধ্যেই বহু বিজেপি (Bharatiya Janata Party) শাসিত রাজ্য অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার বিষয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে বলে খবর।

তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ এখনও এই নিয়ে সেভাবে কোনও পদক্ষেপ করা হয়নি। অবশ্য বিজেপি নেতারা বরাবরই এর পক্ষে সওয়াল করে এসেছেন। এই আবহে আজকে ভোপালে দাঁড়িয়ে মোদির বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

   

বিবাহ, বিবাহবিচ্ছেদ, সন্তান দত্তক নেওয়া থেকে সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রে দেশে ধর্ম নির্বিশেষে একটি আইন কার্যক করার দাবি করে এসেছে গেরুয়া শিবির। বিজেপির অভিযোগ, সংখ্যালঘুদের তোষণ ও তুষ্টির রাজনীতির কারণেই ধর্মনিরপেক্ষ ভারতে এখনও অভিন্ন দেওয়ানি বিধি চালু করেনি কংগ্রেস। এই আবহে বারবার নির্বাচনী ইস্তেহারে অভিন্ন দেওয়ানি বিধির বিষয়টি উল্লেখও করেছে বিজেপি।

modi 2

একাধিক বিজেপি শাসিত রাজ্যে ইতিমধ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার জন্য আইন আনার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে জাতীয় স্তরে এখনও এই আইন নিয়ে কেন্দ্রীয় সরকার কোনও পদক্ষেপ করেনি। এদিকে অভিন্ন দেওয়ানি বিধি চালুর দাবিতে সুপ্রিম কোর্টেও মামলা হয়। তবে শীর্ষ আদালত জানিয়ে দেয় এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার রয়েছে শুধুমাত্র সংসদের।

এই পরিস্থিতিতে কয়েক সপ্তাহ আগেই একটি নোটিশ জারি করে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আম জনতা এবং বিভিন্ন সংস্থা ও সংগঠনের থেকে মতামত জানতে চাওয়া হয়েছে। প্রসঙ্গত, ২০১৮ সালে আগের আইন কমিশনও বিভিন্ন সংগঠনের থেকে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে মতামত চেয়েছিল।

তবে এরপর ২০১৯ সালে লোকসভা ভোটে জয়ের পর এই নিয়ে কোনও পদক্ষেপ করেনি কেন্দ্রীয় সরকার। তবে ২০২৪ সালের ভোটের আগে ফের একবার অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে তৎপর হয়েছে আইন কমিশন। এরই মাঝে আবার মোদীর গলাতেও অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সুর শোনা গেল।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর