বাংলাহান্ট ডেস্কঃ মারণ ভাইরাস করোনার জেরে সারা বিশ্ব তোলপাড়। লাগাতার মৃতের সংখ্যা বেড়েই চলেছে। পাশাপাশি আক্রান্তের সংখ্যাতাও অনেক। প্রত্যেকদিন দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৯ হাজারের বেশী দেখা যাচ্ছে। ভারতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮৬ হাজারের বেশী দাঁড়িয়েছে।
তথ্যের জন্য, করোনা সংক্রান্ত বিষয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজমিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) সাথে কথা বলেছেন। মোদী করোনার বিরুদ্ধে লড়াইয়ের বিষয়েও আলোচনা করেছেন। বেনজমিন নেতানিয়াহুরকে মোদী প্রধানমন্ত্রী হওয়ার জন্য পাঁচবার অভিনন্দন জানিয়েছেন। তিনি আরও বলেন, নেতানিয়াহু পাঁচবার প্রধানমন্ত্রী হয়ে রেকর্ড গড়েছেন।
প্রধানমন্ত্রী মোদী টুইট করে এই সম্পর্কে তথ্য দিয়ে বলেছেন যে, আসন্ন সময়ে ভারত ও ইসরায়েলের সম্পর্ক আরও দৃঢ় হবে। পিটিআইয়ের মতে, জেরুজালেমে নেতানিয়াহুর উপদেষ্টা বলেছেন যে, করোনা মহামারী মোকাবেলায় দুই নেতা সহযোগিতার হাত বাড়াতে সম্মত হয়েছেন। এনারা একসঙ্গে করোনা সংক্রমণ রুখতে এক হবেন।
উল্লেখ্য, পঞ্চমবার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার জন্য নেতানিয়াহুকে অভিনন্দন জানান নরেন্দ্র মোদী একইসঙ্গে তাকে ভারতে আসার জন্য আমন্ত্রণ করেন। একই সঙ্গে নেতানিয়াহুর অনুরোধে ভারত ইসরায়েলে হাইড্রোক্সিলোকোরোকিন এবং অন্যান্য চিকিত্সা সরঞ্জাম সরবরাহ নিয়ে আসার জন্য।