রাজস্থান-গুজরাটের পর রণমূর্তি, বঙ্গ সফরের আগেই দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে ঠুকলেন মোদী

Published On:

বাংলাহান্ট ডেস্ক : দু দুটি কর্মসূচি নিয়ে আগামিকাল পশ্চিমবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’ এর পর এবং পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের ঠিক আগে হতে চলেছে এই সফর। আগামীকাল বক্তব্য রাখার প্রায় ২৪ ঘন্টা আগে তৃণমূলকে কটাক্ষ করে দুর্নীতি এবং প্রশাসনের সমালোচনা করলেন প্রধানমন্ত্রী।

তৃণমূলকে কটাক্ষ করে পোস্ট নরেন্দ্র মোদীর (Narendra Modi)

নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী কটাক্ষ শানিয়েছেন তৃণমূল সরকারকে। তিনি লিখেছেন, ‘আগামীকাল দুপুরে আলিপুরদুয়ারে পশ্চিমবঙ্গ বিজেপির একটি জনসভায় বক্তব্য রাখব। বিগত এক দশক ধরে এনডিএ সরকারের বিভিন্ন প্রকল্প পশ্চিমবঙ্গের মানুষের দ্বারা খুবই প্রশংসিত হয়েছে’। এরপরেই তিনি লেখেন, ‘তৃণমূলের দুর্নীতি এবং অপশাসনের জেরে তারা (পশ্চিমবঙ্গের মানুষ) ক্লান্ত’।

Narendra modi took a dig at tmc before visit

পালটা জবাব রাজ্যের: এর পালটা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এক্স হ্যান্ডেলে তৃণমূলের তরফে পালটা কটাক্ষ শানিয়ে লেখা হয়েছে, ‘পরিযায়ী পাখিরা বাংলায় যেহেতু তাদের মরশুমি ভ্রমণ শুরু করেছে, কেন্দ্রীয় সরকার তাহলে কেন রাজ্যের ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকা ন্যায্য পাওনা আটকে রেখেছে?’ সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লেখা হয়েছে ‘আয়ে হো তো বতাকে যাও’। সঙ্গে গলায় গেরুয়া রঙের পদ্মফুল আঁকা একটি পরিযায়ী পাখির ছবি শেয়ার করেছে তৃণমূল।

আরো পড়ুন : বায়ুসেনার তাণ্ডবে ধরাশায়ী পাকিস্তান, ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডারও ধ্বংস করে দিয়েছে ভারত? ফাঁস উপগ্রহচিত্র

কী বলা হল তৃণমূলের তরফে: প্রধানমন্ত্রীর (Narendra Modi) কটাক্ষ পোস্টের পরেই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ একটি সাংবাদিক বৈঠক করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন যে দেশের প্রশ্নে সবাই এক, তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় যখন দেশের হয়ে বিদেশে প্রতিনিধিত্ব করতে গিয়ে বক্তৃতায় কাঁপিয়ে দিচ্ছেন, তখন প্রধানমন্ত্রীর (Narendra Modi) এহেন কথা কার্যত কুয়োর ব্যাঙের রাজনীতি।

আরো পড়ুন : টলি নায়কের বাড়ির পুজোয় ভিন্ন মেজাজে দিলীপ ঘোষ, রাজনীতি ভুলে ছিপ ফেললেন পুকুরে!

প্রসঙ্গত, জানা যাচ্ছে, বৃহস্পতিবার প্রথমে প্রশাসনিক কর্মসূচিতে যোগ দেবেন নরেন্দ্র মোদী। এদিন আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার জন্য ১০১০ কোটি টাকার নগর গ্যাস সরবরাহ প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। তারপরেই রাজনৈতিক সভামঞ্চে যাবেন তিনি।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X