প্রধানমন্ত্রী মোদীর দেওয়া প্রতিশ্রুতি পূরণ, কাশী বিশ্বনাথ করিডোরের উদ্বোধন আজ

বাংলাহান্ট ডেস্কঃ নতুন রূপে সেজে উঠেছে কাশী-বিশ্বনাথ ধাম (kashi vishwanath)। সোমবার অর্থাৎ আজ ১৩ ই ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (narendra modi) হাত ধরেই উদ্বোধিত হবে কাশী বিশ্বনাথ করিডর। বিশেষজ্ঞ মহলের ধারণা, উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের পূর্বে ৩৩৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত কাশী বিশ্বনাথ করিডরের প্রথম ভাগের উদ্বোধন, নিঃসন্দেহে যোগীর বিজেপি সরকারকে ভোট ময়দানকে অনেকটা শক্তিশালী করতে তুলতে পারে।

সোমবার সারাদিন ঠাসা কর্মসূচী রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এদিন প্রথমে এসেই ১২ টা থেকে ১২ঃ১০ টা নাগাদ কাল ভৈরব মন্দিরে দর্শন করবেন প্রধানমন্ত্রী। তারপর শ্রী কাশী বিশ্বনাথ মন্দিরে দর্শন এবং পূজা সারবেন ১ টা থেকে ১ঃ২০ টা নাগাদ। এরপর দুপুর ১ঃ২৫ টা থেক ২ঃ২৫ টার মধ্যে শুরু হবে শ্রী কাশী বিশ্বনাথ ধামের উদ্বোধনী অনুষ্ঠান।

   

Kashi Vishwanath temple 1639275479863 1639275480136

দুপুর আড়াইটে থেকে ৩ঃ৫০ টা পর্যন্ত পথে যেতে যেতে বিভিন্ন ভবন পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুপুর ৩ টে বেজে ৫০ মিনিটে রবিদাস পার্ক থেকে DLW গেস্ট হাউস পৌছাবেন প্রধানমন্ত্রী। DLW গেস্ট হাউসে সময় কাটাবেন বিকেল ৪ টে থেকে সাড়ে ৫ টা পর্যন্ত।

এরপর গঙ্গা আরতি দেখে সন্ধ্যে ৬ টা থেকে রাত ৮ টা ৪৫ মিনিট পর্যন্ত বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। সব শেষে রাত্রি ৯ টা বেজে ১০ মিনিট নাগাদ DLW গেস্ট হাউস, বারাণসীতে ফিরবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, ‘মহাত্মা গান্ধীও একবার এখানকার পরিস্থিতি দেখে তীক্ষ্ণ মন্তব্য করেছিলেন। কিন্তু গত ১০০ বছরেও কেউ এই দিকে বিশেষ নজর দেয়নি’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর