বাংলা হান্ট নিউজ ডেস্ক: সম্প্রতি, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার নরি কন্ট্রাক্টরের খুলি থেকে একটি ধাতব প্লেট খুলে নিয়েছেন চিকিৎসকরা। ৬০ বছর আগে ১৯৬২ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল ভারত। তখন ভারতের ওপেনার ছিলেন নরি। ওই সিরিজ চলাকালীন ক্যারিবিয়ান বোলার চার্লি গ্রিফিথের একটি বাউন্সার বলের আঘাতে ভারতীয় ক্রিকেটার নরি কন্ট্রাক্টরের মাথায় আঘাত লেগেছিল।
চার্লি গ্রিফিথের বাউন্সার নরি কন্ট্রাক্টরকে এত দ্রুত গতিতে আঘাত করেছিল যে তার মাথা ফেটে রক্ত বেরিয়ে এসেছিল। তারপর হাসপাতালে ৬ দিন অচেতন অবস্থায় ছিলেন নারী কন্ট্রাক্টর। প্রাক্তন ক্রিকেটারের অবস্থা এতটাই গুরুতর ছিল, যে পরে ডাক্তাররা তার মাথায় একটি ধাতব প্লেট বসিয়েছিলেন।
এখন ৬০ বছর পর, মুম্বাইয়ের একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তার ধাতব প্লেট অপসারণ করা হয়েছে। সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় নরি কন্ট্রাক্টরের ছেলে বলেন, ‘অপারেশন সফল হয়েছে, বাবা শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। তিনি আরও কয়েকদিন হাসপাতালে থাকবেন। ধাতব প্লেটের কারণে সেখানকার চামড়া উঠে যাচ্ছিল, পরে চিকিৎসকরা প্লেটটি সরানোর পরামর্শ দেন। আমাদের পরিবার একটু টেনশনে ছিল। এটি একটি বড় ও জটিল অপারেশন ছিল না, কিন্তু এটির প্রয়োজন হয়ে পড়েছিল।
প্রসঙ্গত, এই চোটের কারণে ওই কিংবদন্তি ওপেনারের কেরিয়ার বেশিদিন টিকতে পারেনি। নরি কন্ট্রাক্টর ভারতের হয়ে ৩১ টেস্ট ম্যাচে ৩১.৫৯ গড়ে ১৬১১ রান করেছেন। ১৯৬২ সালে মাথায় গুরুতর আঘাত লাগার পর তিনি ৬ দিন অচেতন ছিলেন। অস্ত্রোপচারের সময় ওই তার জীবন বাঁচাতে অন্তত ৫ জন রক্ত দিয়েছেন। সেই ব্যক্তিদের মধ্যে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের দুর্দান্ত অধিনায়ক ফ্রাঙ্ক ওয়ারেল, চান্দু বোর্দে, বাপু নাদকার্নি, পলি উমরিগার এবং সাংবাদিক কে এন প্রভু।