দিন ও রাতের বেলা মহাকাশ থেকে দেখা যায় দক্ষিণ ভারতের অসাধারণ দৃশ্য! ছবি প্রকাশ করলো NASA

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সোশ্যাল মিডিয়ার দৌলতে এমন অনেক আশ্চর্যজনক ছবি দেখা যায় যা দেখে বিষ্ময়ে হতবাক হয়ে যেতে হয়। তবে এই মহাকাশ থেকে পৃথিবীর দেশ মহাদেশ কেমন দেখায় তা জানার আগ্রহ মানুষের চিরদিনের। আমেরিকার মহাকাশ গবেষনা সংস্থা নাসার তরফে বহুবার প্রকাশিত হয়েছে এই ধরনের ছবি।

এবার প্রকাশ্যে এল মহাকাশ থেকে তোলা দক্ষিণ ভারতের ছবি। আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে মহাকাশচারীরা তুলেছেন এই ছবি। একটি ছবি দিনের বেলায় ও অপরটি রাতের। ২৪ ঘন্টায় অন্তত ১৬ বার পৃথিবীকে প্রদক্ষিণ করেন এই মহাকাশচারীরা। সেই সময়কারই ছবি এগুলি।

ছবিদুটিতে স্পষ্ট বোঝা যাচ্ছে দক্ষিণ ভারতের কোচি ও কোয়েম্বাটোর শহরদুটি। এমনকি হাইওয়েগুলোও পরিষ্কার বোঝা সম্ভব এই ছবি দুটি থেকে। রাতের ছবিতে দেখা যাচ্ছে শহরগুলো আলোকিত হয়ে রয়েছে। এমনকি সড়কপথের আলোও স্পষ্ট ছবিতে। ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কাও রয়েছে ছবিতে।

জেমিনি ১১ স্পেসক্রাফ্ট থেকে তোলা হয়েছে এই ছবিগুলি। S66-54677 ছবিটি তোলা হয়েছিল ১৯৬৬ সালের ১৪ সেপ্টেম্বর। অপরদিকে ISS042-E-135100 ছবিটি তোলা হয়েছে ২০১৫ সালের ১২ জানুয়ারি।

সম্পর্কিত খবর

X