টেস্ট অভিষেকের দিন শুনেছিলেন মা আর নেই, পাক পেসার নাসিম শাহের বেদনার কথায় চোখে জল আসবে আপনারও

বাংলা হান্ট নিউজ ডেস্ক: রবিবার এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে অসাধারণ জয় পেয়েছে ভারতীয় দল। ভুবনেশ্বর কুমার রবীন্দ্র জাদেজা এবং হার্দিক পান্ডিয়ার অসাধারণ পারফরম্যান্সে ভর করে ভারত এশিয়া কাপে জয় দিয়ে নিজেদের যাত্রা শুরু করতে পেরেছে। যদিও পাকিস্তান হাড্ডাহাড্ডি লড়াই করেছিল শেষ ওভার অবধি। কিন্তু হার্দিক পান্ডিয়ার সেদিন নিজের জীবনের সেরা ম্যাচটি হয়তো খেলে ফেলেছিলেন যার জন্য কোনও বাধাই ভারতের সামনে বাধা হয়ে দাঁড়ায়নি। তবে সেদিন ভারতের জয়ের পথে সবচেয়ে বেশি প্রতিবন্ধকতা জেনে তৈরি করেছিলেন তিনি হলেন পাকিস্তানের ১৯ বছর বয়সী তরুণ পেসার নাসিম শাহ।

টুর্নামেন্টের শুরুতে তিনি হয়ত নিজেই নিশ্চিত ছিলেন না যে পাকিস্তানের প্রথম একাদশে তার জায়গা হবে কিনা সেই নিয়ে। কিন্তু শাহীন আফ্রিদি সহ দুই পেসার চোটের কারণে পাকিস্তান দল থেকে ছিটকে যাওয়ায় নাসিম শাহের প্রথম একাদশে জায়গা পাওয়া নিয়ে আর কোন সন্দেহ থাকে না। যখন ভারতীয়রা দেখেছিলেন যে শাহীন শাহ আফ্রিদি পাকিস্তান স্কোয়াডে থাকছেন না তখন অনেকেই হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলে ছিলেন কারণ ভারতের হাতেও ছিল না বুমরার মতো তারকা বোলারের অপশন। কিন্তু দিনের শেষে শাহীন আফ্রিদি যতটা রক্তাক্ত করতে পারতেন ভারতীয় ব্যাটিং লাইন আপকে ঠিক ততটাই আঘাত হেনেছেন এই তরুণ পেসারও।

পাকিস্তানকে প্রথম ইনিংসে ১৪৭ রানে বেঁধে ফেলার পর যখন সকলে ভাবছেন যে রান তাড়া করতে ভারতীয় দলের কোন অসুবিধা হবে না ঠিক তখনই ভারতীয় দল কে প্রথম ধাপ কাটিয়ে দেন নাসিম। তার বলের লাইন বুঝতে ভুল করে দুর্ভাগ্যবশত আউট হন লোকেশ রাহুল। প্রথম স্পেলে রাহুলের উইকেট সহ কোহলি ও রোহিত শর্মার বিরুদ্ধে অত্যন্ত কৃপণ বোলিং করার পর নিজের দ্বিতীয় স্পেলে এই মুহূর্তে ভারতের সবচেয়ে ফর্মে থাকা টি-টোয়েন্টি ব্যাটার সূর্যকুমার যাদবের উইকেট তুলে নেন তিনি। দুর্ভাগ্যবশত চতুর্থ ওভারে বল করতে এসে আবহাওয়ার কারণে বারবার পায়ের পেশিতে টান ছিল তার। খোঁড়াতে খোঁড়াতেই রবীন্দ্র জাদেজার বিরুদ্ধে চারটি দল করেন তিনি। কিন্তু ওভারের বাকি দুটি বল করতে গিয়ে একবার হোয়াইড বল করেন এবং বাকি দুটি বলকে জাদেজা বাউন্ডারির দিশা দেখিয়ে দেন। মাঝে তিনি একবার জাদেজাকে এলবিডব্লিউ করলেও পরে রিভিউ নিয়ে ভারতীয় দল সে যাত্রায় রক্ষা পায় নয়তো ম্যাচের ফল অন্যরকম হতে পারত।

অত্যন্ত কম বয়সেই পাকিস্তান দলের হয়ে ক্রিকেট খেলার সুযোগ পেয়েছেন নাসিম। ভারতের বিরুদ্ধে রবিবার তার টি-টোয়েন্টি অভিষেক হলেও অনেক আগে থেকেই টেস্ট ক্রিকেট খেলছেন তিনি। ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে উড়ে গিয়েছিলেন নাসিম শাহ। সফর চলাকালীন জীবনের সবচেয়ে খারাপ খবরটি আসে এই তরুণ পাক পেসারের জন্য। খবর আসে যে তার মায়ের মৃত্যু হয়েছে।

naseem shah

পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়েছিল তরুণ পেসার দেশে ফিরে এসে মায়ের শেষকৃত্য সম্পন্ন করুক কিন্তু রাজি হননি নাসিম নিজে। মাকে হারানোর যন্ত্রণা মনে নিয়েই ক্রিকেটে মনোনিবেশ করেছিলেন তিনি। সেই সিঁড়ি সেই তার টেস্ট অভিষেক হয়েছিল পার্থের মাঠে। নিচের অভিষেক টেস্টে ওই বেদনাবিহ্বল মন নিয়েই ১৬ বছর বয়সী নাসিম দুটি উইকেট তুলেছিলেন যা হয়তো তার জীবনের সবচেয়ে দামি দুটি উইকেট হয়ে থাকবে। ওই বছরই শ্রীলংকার বিরুদ্ধে নিজের টেস্ট ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট নেয়ার কীর্তি গড়েন তিনি। অল্প বয়সে মাকে হারানোর ঘটনা এখনও কষ্ট দেয় নাসিমকে। কিন্তু সেই কষ্টকে নিজের হাতিয়ার বানিয়ে বোলিংয়ের আনাপি তীব্র গতিতে তিনি ছুটে এগিয়ে আসতে থাকেন ব্যাটারের দিকে নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর উদ্দেশ্যেই।


Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর