‘কেরালা স্টোরি-গদর 2’ সমাজের জন্য ক্ষতিকারক! বিস্ফোরক মন্তব্য করে ফের শিরোনামে নাসিরুদ্দিন

বাংলা হান্ট ডেস্ক ‌: ‘দ্য কেরালা স্টোরি’, ‘গদর ২’ নিয়ে বিতর্কের অন্ত নেই। নিন্দুকদের সমালোচনার মুখোমুখি হয়েও রমরমিয়ে ব্যবসা করেছে এই দুই ছবি। আর এবার এই দুই সিনেমা নিয়েই বিস্ফোরক নাসিরুদ্দিন শাহ (Naseeruddin Shah)। অভিনেতা স্পষ্টই জানালেন, এইসব ছবি নিয়ে মাতামাতি করা প্রচন্ডই বিরক্তিকর। তার তীক্ষ্ম বক্তব্যের পর তোলপাড় সর্বত্র।

প্রসঙ্গত উল্লেখ্য, বহুবছর পর এরকম বড় সাফল্যের মুখ দেখেছে ‘গদর ২’। খুব অল্প সময়ের মধ্যে ৫০০ কোটির গন্ডি পার করেছে এই ছবি। অন্যদিকে ‘কাশ্মীর ফাইলস’ নিয়েও বিতর্কের শেষ নেই। ছবি বয়কট থেকে শুরু করে সিনেমা হলে বিক্ষোভ প্রদর্শনের মত একাধিক ঘটনা ঘটেছিল। যদিও এসব কোনোকিছুতেই বক্স অফিস কালেকশনে প্রভাব ফেলতে পারেনি।

তবে এই ছবিদুটির সাফল্যে মোটেও খুশি নন নাসিরউদ্দিন শাহ। সম্প্রতি এসব ছবির সাফল্যকে উদ্বেগজনক বলে বর্ণনা করেছেন এই অভিনেতা। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে নাসিরউদ্দিন শাহ বলেন, “এত বাজে ছবি বানানোর ধাক্কা কাটিয়ে উঠছিলাম। আমি শুধু ভেবেছিলাম যে আমি যদি সব সেরা অভিনেতাদের একত্রিত করি, তারা ভালো করবে।”

আরও পড়ুন : মা হলেন মানালি! বিয়ের ৩ বছরের মাথায় কন্যার ছবি শেয়ার করে চমকে দিলেন ভক্তদের

বর্তমান দিনের ছবির কনসেপ্ট প্রসঙ্গে বর্ষীয়ান অভিনেতা বলেন, “হ্যাঁ! এখন আপনি যত বেশি উচ্ছৃঙ্খল হবেন, আপনি তত বেশি জনপ্রিয় হবেন, কারণ তিনিই এই দেশ শাসন করছেন। নিজের দেশকে ভালোবাসাই যথেষ্ট নয়, ঢোল পিটিয়ে কাল্পনিক শত্রু তৈরি করাই যথেষ্ট নয়। লোকেরা বুঝতে পারে না যে তারা যা করছে তা খুব ক্ষতিকারক।”

আরও পড়ুন : বিয়ে করেই পথে বসেছেন উদয়! থালা হাতে ভিক্ষা করার ভিডিও দেখে চক্ষু চড়কগাছ ভক্তদের

100611834

পাশাপাশি তিনি আরও বলেন, ‘সত্যিই, ‘কেরল স্টোরি’ এবং ‘গদর 2′-এর মতো ছবি আমি দেখিনি। কিন্তু আমি জানি এগুলি কি নিয়ে। এটা বিরক্তিকর যে কাশ্মীর ফাইলের মতো চলচ্চিত্র এত জনপ্রিয়। যেখানে সুধীর মিশ্র, অনুভব সিনহা এবং হানসাল মেহতা দ্বারা নির্মিত চলচ্চিত্রগুলি, যা তাদের সময়ের সত্য চিত্রিত করার চেষ্টা করছে, দেখা যায় না। এটা ভীতিজনক যেখানে চলচ্চিত্র নির্মাতাদের এমন সিনেমা তৈরি করা হচ্ছে যা সমস্ত ভুল জিনিসকে মহিমান্বিত করে এবং অকারণে অন্যান্য সম্প্রদায়কে নিচে নামিয়ে দেয়। এটি একটি বিপজ্জনক প্রবণতা।’

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর