বাংলা হান্ট ডেস্ক : বিতর্ক তৈরি করে চর্চায় আসার অভ্যাস নাসিরুদ্দিনের (Naseeruddin Shah) নতুন নয়। দিনকয়েক আগেই দ্য কাশ্মীর ফাইলস, গদর ২, কেরালা স্টোরি-র মতো সিনেমার সাফল্যকে ভয়ের বলে বিতর্ক সৃষ্টি করেছিলেন তিনি। আর এবার তার নজর অস্কারজয়ী সিনেমা ‘আর আর আর’ এবং আল্লু অর্জুনের ‘পুস্পা’। এই দুই সিনেমা দেখার চেষ্টা করেও নাকি দেখতে পারেননি নাসিরুদ্দিন।
এইদিন এক সাক্ষাৎকারে বসে প্রবীণ অভিনেতা জানান তরুণ প্রজন্মের উপর অগাধ বিশ্বাস রয়েছে তার। নাসিরউদ্দিন বিশ্বাস করেন, রামপ্রসাদ কি তেহেরভি এবং গুলমোহরের মতো সিনেমাগুলি নিশ্চয় মর্যাদা পাবে। অভিনেতার কথায়, ‘রোমাঞ্চ ছাড়া ওই সিনেমাগুলিতে আপনি আর কী বা পাবেন আমি কল্পনাও করতে পারি না।’
এমনকি তিনি নাকি এই ছবিগুলি দেখার চেষ্টা করেও দেখতে পারেননি। তবে মণিরত্নমের ‘পন্নিইন সেলভন’ তার বেশ ভালো লেগেছে। এই প্রসঙ্গে তিনি জানান, ‘খুব দক্ষ একজন চলচ্চিত্র নির্মাতা। আর সবচেয়ে বড় কথা কোনও এজেন্ডা নেই।’ যদিও মাস কয়েক আগেই নাসিরুদ্দিন বলেন, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে যে ছবি তৈরি হয় তা অনেক বেশি মৌলিক এবং ত্রুটিহীন।
আরও পড়ুন : TRP তুলতে মা হবে কমলা! বাচ্চা মেয়ের প্রেগনেন্সির খবরে রেগে কাঁই নেটজনতা
আসলে নাসিরুদ্দিনের কাছে এই ধরণের বিতর্কিত মন্তব্য খুবই সাধারণ। দেশের রাজনৈতিক বিষয় হোক কী ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ বিষয়__নিজের মতামত রাখতে দ্বিতীয়বার ভাবেননা তিনি। এই বিষয়ে একবার তার স্ত্রী রত্না পাঠক শাহ জানিয়েছিলেন, ‘ভয় হয় কোনওদিন লোক বাড়ির সামনে এসে দাঁড়িয়ে যাবে, পাথর ছুঁড়ে মারতে। আর তাছাড়া কাজও তো আজকাল পেতে খুব সমস্যা হচ্ছে।’
আরও পড়ুন : গলছে বরফ? পুজোর আগে জিতুকে নিয়ে মন খারাপ নবনীতার, যা বললেন শুনে অবাক হবেন
যদিও স্বামীকে একেবারে সমর্থন করেননা এমনটাও নয়। কারণ রত্না পাঠক শাহ বিশ্বাস করেন যে, মনের কথা জানানোটাও দরকার। তার কথায়, ‘দুনিয়ায় কী ভুল হচ্ছে সেটা যদি কেউ আঙুল দিয়ে না দেখায় তাহলেও তো মুশকিল। কীভাবেই বা তাহলে উন্নতি হবে।’ নেটিজনরা অবশ্য মনে করেন, এই দম্পতি হয়ত একটু বেশিই বিতর্ক তৈরি করে ফেলেন।