বাংলা হান্ট ডেস্কঃ ভারত অস্ট্রেলিয়ার লাল বলের দ্বন্দ্ব সর্বদাই দেখার মত হয়ে থাকে। ইতিমধ্যেই অস্ট্রেলিয়াকে দু-দুবার তাদের ঘরের মাঠে পরাস্ত করেছেন বিরাট-রাহানেরা, যা এর আগে কোন ভারতীয় দলই করতে পারেনি। তবে এই হারের বদলা নিতে যে কতখানি মরিয়া হয়ে আছেন অজি ক্রিকেটাররা তা এবার বোঝা গেল অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল অফ স্পিনার নাথান লায়নের একটি ইন্টারভিউ থেকেই।
লায়ন এই মুহূর্তে অ্যাশেজ সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এরই মাঝে একটি ইন্টারভিউতে তিনি বলেন, “আমার একটি বড় লক্ষ্য হল আমি সেই অস্ট্রেলিয়ান দলের অংশ হতে চাই যারা ভারতে টেস্ট সিরিজ জিতবে।” প্রসঙ্গত উল্লেখ্য 2004 সালের পর ভারতে কোন টেস্ট সিরিজ জিততে পারেনি মাইটি অস্ট্রেলিয়া। যদিও 2013 এবং 2017 সালের মধ্যে তুলনা করতে গেলে নাথান লায়নের পারফরম্যান্স ছিল যথেষ্ট ভালো। বিশেষত 2017 সালে নাথান সিরিজে 19 টি উইকেট শিকার করেছিলেন। কিন্তু তাও দলকে জয় এনে দিতে পারেননি তিনি।
নাথান জানিয়েছেন, তিনি একবার অন্তত ভারতের টেস্ট সিরিজ জিততে চান এবং সেই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চান। নাথান বলেন, “আমি মনে করি না আমরা আমাদের মৌলিক বিষয়গুলো লম্বা সময় ধরে ধরে রাখতে পেরেছি। আমরা সুযোগটা কাজে লাগাইনি। টেস্ট ক্রিকেটে, আমি বুঝতে পেরেছি যে আপনি যদি দীর্ঘ সময়ের জন্য আপনার মৌলিক বিষয়গুলি ঠিক রাখেন এবং বিপক্ষের ডিফেন্সকে চ্যালেঞ্জ করেন তবে আপনি অবশ্যই সেখানে সুযোগ তৈরি করবেন। যদি এখন না হয় পরে তা অবশ্যই হবে। এটি একটি বড় বিষয় যেখানে অনেকখানি উন্নতি প্রয়োজন।”
একইসঙ্গে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের বিষয়ও টেনে এনেছেন লায়ন। তার মতে দল তার মূলনীতি থেকে অনেকখানি দূরে সরে গিয়েছিল। আর সেই কারণেই হার মানতে হয়েছিল তাদের। তার মতে, ভারতের বিরুদ্ধে ভালো পারফরম্যান্স করতে হলে দলকে আরও অনেক বেশি শৃংখলাবদ্ধ হতে হবে।